হে অমর জওয়ান তোমাদের প্রশ্ন করি—
দিলে প্রাণ, পাড়ি দিয়েছ --
দেশ স্থান কাল জাতপাত গণ্ডী থেকে ।
সব সীমানা পার হয়ে,
একাত্ম হয়েছ সত্যর সাথে,
মৃত্যুভয়হীন সত্যর আশ্রয়ে অমর হলে-
প্রণাম তোমাদের ।
সদানন্দ সত্যকে তোমাদের শুভাকাঙ্ক্ষা জানিয়েছ ?
সত্য দিয়েই সৃষ্টি সব কিছু জগতে,
মিথ্যাও সৃষ্টি তাঁর হাতে--
মিথ্যা যা মৃত্যুও তাই একই রূপেতে ।
রাজা সত্য রেখেছে তাঁকে মন্ত্রী করে,
রাজা মন্ত্রী দুই মিত্র জগতে সবকিছুতে ।
যুদ্ধ কর না ভাইয়ে ভাইয়ে কারও সাথে--
সত্যের ‘বাণী’ আছে মহাভারতে ।
মিথ্যার ছলাকলা মন্ত্রণা হিংসাতে,
দেশ রাজত্ব সিংহাসন,
স্বজন ভাইয়ে ভাইয়ে বিভাজন,
সত্য নয় মিথ্যা পায় উচ্চাসন,
মানুষে মানুষে হানাহানি আগ্রাসন--
মিথ্যাই মৃত্যু হয়ে কাছে আসে তখন,
কলুষিত বস্তু দেহ মন পালটাতে শোধরাতে,
সত্যর আজ্ঞায় মৃত্যু থাকে সবার পাহারাতে ।
জগতে কল্যাণ মঙ্গল হয় না অস্ত্রে হিংসাতে,
মৃত্যু যুদ্ধ করে ঈর্ষা লোভ হিংসা অস্ত্রর সাথে ।
চিরকাল জওয়ান মানুষ ক্ষুধার্ত হয়ে সত্যকেই খোঁজে,
সত্য চায় জওয়ানদের ভাত কাপড় মঙ্গল পরিবারে,
জওয়ান মরদ দেশবাসী কেউ চায় না অস্ত্রের শাসন,
বিশ্ববিক্ষার অন্বেষণে সত্য দিয়েছে মন্ত্রীকে সিংহাসন--
লোভী মন্ত্রী চায় হিংসা অস্ত্র সীমানা দেশ ভাগ যুদ্ধে,
সত্য চায় উত্তীর্ণ হোক সব মানুষ এই পরীক্ষাতে,
করছে পরীক্ষা দেশে দেশে ভাই বোন জওয়ান মরদকে,
‘হে জওয়ান হও আগুয়ান’ কবিমন ক্ষুধার্ত সত্যে ।
------------------------------------------------------------
**সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামা জেলায় জঙ্গি হানায় হত ৪২ জওয়ান -- তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩১