দেশে কত আয়- বুঝে তত ব্যয় দেশের কল্যাণেতে,
বাজেট মানে এই বুঝত মানুষ কোন এক কালেতে ।
বহু কাল আগে ভূভারতে বাজেট বিদ্যা গিয়েছে অক্কায়,
বাজেটের গঙ্গালাভ তাতে কি – থাকবে নিয়ম রক্ষায় ।
কত্থকের যাদু-বাজেটে দেশের দশের কল্যাণ পাক্কা,
কখনও শূন্য কখনও ঘাটতি রকমারি বাজেটের ছক্কা ।
অদৃশ্য রাশি রাশি ভুরি ভুরি টাকা বন্দি খাতায় কলমে,
ভুতুড়ে আশ্বাস থাপ্পড় চাপড় অগণিত টেবিলে নামে ।
মা বাজেট লক্ষ্মী অবাক তাই নিশ্চুপ নিরুপায়,
দেশে তাঁর পূজা গেছে কদাচারে পাঁকে গোল্লায়,
প্রলোভন উপকরণ বাজেট পূজার প্রতি কথায় ।
মন বাক কর্মে গরমিল বেলেল্লা অনাচার অধর্ম,
সেবার নামে প্রতিদানে যে চায় ক্ষমতার বর্ম ।
প্রজা নারায়ণ স্বাস্থ্যহীন কর্মহীন অভুক্ত নিরাশ্রয়,
সেবক মহাজন নধরকান্তি আছে সম্পদ আশ্রয় ।
মা লক্ষ্মীর ভাড়ারে যথেচ্ছাচার জাহান্নমে অর্থশাস্ত্র,
ভোটের তল্লাটে আকাশকুসুম ধংসে বিবেক ব্রহ্মাস্ত ।
-----------------------------------------------------------
সম্প্রতি CAPITAL in the Twenty-First Century by THOMAS PIKETTY বইটি প্রকাশিত হয়েছে । সম্পদ অর্থ কি ভাবে মাত্র কিছুলোক নিয়ন্ত্রণে এনেছে বা আনছে তা চিন্তার বিষয়।
**কোন দেশের বাজেট এই চিন্তা বিষয়ের বাইরে নয় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬