বহে অবিরাম দেহে বয়সের গতি-
থামে না শোনে না কোনও মিনতি ।
এক দুই তিন … বয়স সত্তর,
কেন সে অবাধ্য দেহ দেয়না উত্তর ।
এই তো মাত্র ক দিন আগে --
মার কোলে দোলনায় দুলে,
এক দুই তিন কেন গেল চলে !
হারিয়ে দেহ সব মান সম্মান,
বয়স-জ্ঞান নিয়ে সে চলমান ।
মানে না মন দেহের কাণ্ডজ্ঞান,
দেহাত্ম বোধে বয়সের অভিযান ।
যেওনা মন ওই পথে দেহ-গোলক ধাঁধায়,
যত মত তত পথ সব যাবে সেই এক ঠায় ।
এক দুই তিন …… বয়স সত্তর আশি,
থাক সে পড়ে থাক পথে দাও মনে হাসি ।
পায়ে পায়ে চলার পথে মন চল নিজ নিকেতনে,
কি হবে এই দেহ বহে যে চলে বয়সের টানে ?
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৩