সামহয়ার ইন ব্লগে “সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন” শিরোনামে প্রায় একমাসব্যাপি আট-পর্বের একটি সিরিজ লিখেছিলামি।আপনাদের উতসাহ আর সাড়া না পেলে এতদুর এগুতাম না ।সকল লেখা ও আপনাদের সবার মন্তব্য এক করে আজ ই-বুক আকারে প্রকাশ করলাম ।ই-বুকটির প্রচ্ছদ নাই ,কোন জ্ঞানগর্ভ ভুমিকা নাই । সরাসরি মুল লেখা আর কোন রকম এডিট ছাড়াই আপনাদের প্রতিক্রিয়া নিয়ে এই বই ।
যে সমস্যাগুলো নিয়ে আজ থেকে ৩/৪ মাস আগে এখানে আলোকপাত করেছিলাম সেগুলোর কোন সমাধান হয় নাই ।তাই সমস্যাগুলো সমাধানে সরকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি আমাদের নিজেদের আচার আচরনেও ্বিশাল পরিবর্তন আনতে হবে ।বিদেশের মাটিতে আমরা দেশের প্রতিনিধিত্ব করছি –এই বোধ আসতে হবে ।
দেশের ইমেজ রক্ষা করার নামে ব্যবসা করা বা নেতা বনে যাওয়া –এ মানসিকতা থেকে দূরে থাকতে হবে ।
মধ্যপ্রাচ্যের মাটিতে পা রাখবে এমন কারো হয়ত কাজে আসতে পারে,সম্ভাব্য বিপদ ও প্রতারনা থেকে সতর্ক হতে পারবেন ।
আসুন নিজে সচেতন হই ,আশেপাশের শ্রমিক ভাইদেরও সচেতন করি –সবার মাঝে দেশাত্ববোধ জাগিয়ে তুলি ।
ডাউনলোড লিংক