সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে ব্লগও। যেমনি বাড়ছে ইউজার তেমনি বাড়ছে পোষ্টের সংখ্যাও। এখন একটা পোস্ট আধা ঘণ্টাও থাকে না প্রথম পাতায় । আর কত শত রকমের পোস্ট যে আসে। ব্লগে কেউ কেউ আছেন যারা নির্দিষ্ট এক শ্রেণীর লেখা পরেন তো কেউ ভিন্ন শ্রেণীর আবার কেউ সব ধরনের লেখা পরে। তাই সবাই যাতে তার পছন্দ অনুযায়ী পোস্ট পরতে পারে তাই আমার মনে হয় প্রতিটি পোষ্টকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা যায়তে পারে। যে কোন লেখা পোস্ট করার সময় সিলেক্ট করে দিতে হবে সেতা কি বিষয়ক পোস্ট। সামুর সাইড বারে ক্যাটাগরি থাকবে । যার যার পছন্দ অনুযায়ী ক্যাটাগরিতে ঢুকে পোস্ট পড়বে। এরকম হইলে মনে হয় খুব সুবিধা হইত । আপনাদের কি ধারনা?


২. নির্বাচিত পোস্ট পাতায় কন পোস্ট স্থান পাবে আর কে সেটা ঠিক করবে সেই নিয়ে বিশাল ক্যাচাল। তাই এই বিষয়ে যা করা যায় প্রথমে পোস্ট রেটিং এর ব্যবস্থা করা। মডুরা পোস্ট নির্বাচনের সময় নজর দিবেন রেটিং এর দিকে ।রেটিং অনুযায়ি পোস্ট ঠিক করার দরকার নাই, বরং লেখার মান আর রেটিং ২টা মিলিয়ে নির্বাচিত করা হবে পোস্টগুলো।

রেটিং ঠিক হবে ভাল লেগেছে/ ভাল লাগেনির উপর ভিত্তি করে। নিচের ছবিতে দেখুন ১৩ জনের ভাল লেগেছে আর ৪ জনের ভাল লাগেনি সুতরাং রেটিং হবে +৯

৩. সকল ব্লগারদের দাবী, হ্যাঁ নোটিফিকেশন

৪. মেসেজ বক্সঃ প্রত্যেক ব্লগারের একটা মেসেজ বক্স থাকবে যেখানে অপর ব্লগার তাকে মেসেজ পাঠাতে পারবে।

৫. অনেক সময় দেখা যায় প্রথম পাতায় কোন একটা পোস্ট দেখার পর সেটা পড়ার ইচ্ছে থাকলেও সময় থাকে না বা যেই কারনি হোক, তাই সেটা পরে পড়ার জন্য পোষ্টের নিচেই একটা বাটন থাকতে পারে ,যেটা চাপলে পোষ্টটি পরবর্তীতে পড়ার জন্য তালিকাভুক্ত হবে। কারন পোষ্টের ভিতরে ঢুকে পোস্ট পর্যবেক্ষণে নেয়া বা প্রিয় পোস্ট তালিকায় নেয়া সময় সাপেক্ষ ব্যাপার।

৬. ব্লগার অনলাইন অফলাইন (আইডিয়াদাতা লিন্কিন পার্ক)
যেসব ব্লগার অনলাইন এ আছে তাদের পোস্টে তাদের নিক এর শেষে সবুজ সংকেত দেয়া হোক । এতে সহজে বুজা যাবে কোন ব্লগার অনলাইন এ আছে ।
৭. মতামতেও ভাল লেগেছে/ভাল লাগেনি বাটন দরকার
৮. জরীপ অপশনঃ আরেকটা বিভাগ থাকতে পারে যেখানে ব্লগাররা বিভিন্ন জরিপে অংশ নিবে
৯. মন্তব্যের জবাব - লেখকের জবাবের জবাব দেয়া এবং আন্য ব্লগারের মন্তব্যের জবাব দেয়ার অপশনও খুব জরুরি
আপনাদের কি মতামত?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১