মসজিদে জুতা রক্ষা:
মসজিদে জুতা হারান একটা নিত্য ঘটনা । জুতা চোর মহাশয় জুতা নিয়ে হাপিশ হইলে জুতার সাথে ইজ্জতও যায়। কারণ অনেক সময় স্পর্শকাতর কারো বাসার সামনে দিয়া খালে পায়ে আসতে হতে পারে।


কি করবেন??
আরে সেইজন্যেইতো আমি আছি। প্রথমেই খেয়াল করুন ,মসজিদে একাধিক জুতার বাক্স আছে। আমার টেকনিক খুবই সাধারণ ,আপনার দুই পাটি জুতা সম্পূর্ণ ভিন্ন বাক্সে রাখুন ।চোরের বাপের সাধ্য তথা সাহস নাই দুই বাক্স থেকে খুঁজে আপনার জুতা নিয়ে পালাবে। ওরতো জানের মায়া আছে নাকি বলেন!!
এতে করে সারা জীবনেও আপনার জুতা হারানোর সম্ভাবনা ১-২% এর বেশী না।

টিভির অনুষ্ঠানঃ
অনেকেই কাজ কর্ম না থাকলে বাসায় বসে বাংলাদেশের টিভি চ্যানেল দেখার চেষ্টা করেন। কিন্তু এডের জ্বালায় মাথার চুল ছিড়তে বাকি থাকে ।এড-ওয়ালারা ভুলে যায় যে, আপনার হাতে রিমোট আছে। কিন্তু অনেক সময় দুই তিনটা অনুষ্ঠান (বিশেষ করে ঈদের সময়) দেখতে গিয়ে খেই হারিয়ে ফেলেন তাইনা?? এসে গেছে সমাধান।

একখানা স্টপওয়াচ নেন।ধৈর্য ধরে এডের সময়টুকু মেপে ফেলেন। ব্যাস হয়ে গেল এড ক্যালিব্রেশন । আপনি অন্য চ্যানেলে নিশ্চিত চলে যান এন্ড যথা সময়ে ফিরে আসুন। মোক্ষলাভ নিশ্চিত।

আরও কিছু মজার টিপস দেয়ার ইচ্ছে ছিলও কিন্তু আপনাদের রেসপন্স এর আশায় আছি। ভালো সাড়া পড়লে দেয়া যাবে। আর আপনারাই-বা কমেন্ট আকারে এহেন কিছু মজাদার টিপস দিয়ে যান না কেনও ?? পোস্টে যোগ করে দিই!!

সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৪