বারান্দার কার্নিশের ধার বেয়ে
ঝুলন্ত লতার মতো ঝুলছে আপদ,
পরগাছার মতো বাড়ছে তাদের ঋণ
মূল শিকড়ে নেই কোন জোর।
সময়ের অযুহাত দেখিয়ে বয়ে যাচ্ছে মাস,
মাস থেকে বছর,
স্হান, কাল কখন হারিয়ে গেছে নির্লজ্জতায়
সে হিসেব রাখা হয়নি।
প্রতি বছর চুনকাম হয় সেই কার্নিশ
দূবোর্ধ্য রঙের পোঁচে শ্রীবৃদ্ধি হয় কিনা
দেখবার কেউ নেই।
সেই ভাবে বেঁচে থাকা কি বেঁচে থাকা হয়?