কবিতার ঐ প্রদ্যুষ বিরহ
ইচ্ছা কেন জাগে?
মনের থরে থরে, নরম ঐ বকের পিঞ্জরে
সদাই চাওয়া।
এমনি এমনি সদাই চাওয়া
হাত উঁচিয়ে, বুক চেতিয়ে,
নত শিরে, ভালোবাসা; ক্ষুধার তরে
বাঁচার খরায় নিত্য নতুন স্বাদ জাগে।
স্বপ্ন স্বাদ, আশার বাঁধ জুড়ে;
কবিতার ঐ প্রদ্যুষ বিরহ
সেখানেও সদাই আশ্ফলন! চেতনায় জাগে,
মৃত্যুর সাদা কফিনে বির্মষ বিদ্রোহ
নন্দন জোনাক জ্বলে;
চাঁদ বিনে বিরহী কালো অমাবস্যার রাতে।
আঁধার রাতেও সদা ইচ্ছা লুট হয়ে যায় নিভৃতে
নক্ষত্রকুঞ্জেও সেই একই মেলা বসে সদাই চাওয়া।
ক্ষণে ক্ষণে পলে পলে সেই ইচ্ছার বান ছুটে
মৌমাছির শ্রমিকের দলের মতো
বন্য চিতার শিকারের পিছে ছুটার মতো
বাঁধ ভাঙা আক্রোশে বিদির্ণ স্রোতের মতো।
আশা হারা, বাঁধান হারা, স্বপ্ন হারা
ইচ্ছাগুলোর কি তাদের ইচ্ছা মৃত্যু হয়?
না আবার ফিরে আসে;
আশা, স্বপ্ন হরণের প্রত্যয়ে সর্বনাশে মেতে উঠে।
১৪২৩/৩১,বৈশাখ/গ্রীষ্মকাল।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৬