আমি তোমার জন্য কিছুই করতে পারিনি,
পারবো বলেও মনে হয়না,
যদি পারো তুমি, আমার জন্য কিছু করো।
আমি কষ্ট মাখা এক রৌদ্র দুপুরে,
হেঁটে যাচ্ছি অজানা কোথাও।
অনুগ্রহে করে আমায় নিবে কি তোমার সাথে,
যেখানে সুখরা খেলা করে গণতান্ত্রিক ভাবে।
আমার আমি কখনো পাইনি নিজেকে,
দিতে পারিনি কাউকে কখনো কিছু,
তাই বলে আমি ধ্বংস হই তা তুমি মনে হয় চাইবেনা।
চাওয়া পাওয়ার এই বিশ্বে যখন আমি-
প্রমাণিত এক জীবন যুদ্ধে পরাজীত সৈনিক,
তখন অবশ্যই আমার মরে যাওয়া উচিৎ
আমি মরবো, আমি মরতে চাই, সময়ের আগে
যদি তুমি তা চাও।