একটি কবিতা
কাল-সাপ-কাল
♠--শান্ত মাহমুদ
কালের পদ-ধ্বনি শুনিতে কি পাও?
তাল গাছে কি আজও বাস করে
কানা বগীর ছাও?
কালের নগ্ন পদ পিসে গেছে চলে
হিটলার, চেঙ্গিস, মুসোলিনি পিষ্ট
কাল রূপ কলে
রবি ঠাকুর বুঝেছিল কালের ছলনা
সোনার তরীরে সে ধরে নি আঁকড়ে
করেনি তো মানা
তোমার গর্দানও সেই কাল-সাপ
তলে
চাহিও না পিছু ফিরে
ডরাইবে বলে
ধেয়ে যাও প্রাণপণ তার আগে
আগে
পড়ে যাবে পদতলে
যদি পায় বাগে । বাকিটুকু পড়ুন