গতকাল ভোর ৫টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মোট ২৮ ঘন্টায় আমার বাসায় কতটুকু সময় বিদ্যুৎ ছিল আপনারা কি জানেন ?
মাত্র ৪ঘন্টা ৪০ মিনিট তাও আবার ৫ দফায় ।

এই রকম দুর্ভোগ প্রতিদিন চলছে !!!

একটা দেশের উন্নয়ন যেখানে অনেকটাই বিদ্যুতের উপর নির্ভর করে সেখানে
বাংলাদেশের কি অবস্থা !!


আর দেশ যারা চালাচ্ছেন তাদের সবাই কাদা ছুড়াছুড়িতে ব্যস্ত, দেশের
জনসাধারন বাচল কি মরল তাতে তাদের কিচ্ছু যায় আসে না। ওদের ঘরের AC ২৪ ঘন্টায় চলে। নাহলে বিদ্যুৎ যায় কোথায় ?
সেদিন খবরের কাগজে দেখলাম, দেশের চাহিদা ৫২০০ মেগা আর উৎপাদন হচ্ছে ৪৩০০ মেগা । তাহলে ঘড়তি মোট চাহিদার ৫ ভাগের ১ ভাগ । অথচ আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ হয় ২৮ ঘন্টায় মাত্র ৪ঘন্টা ৪০ মিনিট তাও আবার ৫ দফায় !!! সরকারে প্রতি অনুরোধ বিদ্যুৎ নিয়ে দেশ ও জনগনের সাথে খেলবেন না । জনগন এখন আর আগের মত পাগল না । শুধু বিরোধিদল কে দোষারোপ করে পার পাবেন না। আমাদের কষ্ট চরমে উঠে গেছে।


ব্লগার ভাই ও বোনেরা আসুন আমরা সবাই নিজ নিজ এলাকার অবস্থা এখানে শেয়ার করি...
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ বিকাল ৪:৩৭