গত রোববার অবশেষে ভালো করে ৯০ মিনিট ফুটবল খেললাম; আপনারা খেলেন টেলেন নাকি? ব্রুলীনের বাংগালীরা ফুটবল খেলেনা, খেলা যা হয় কুইন্সের দিকে। আগে পিনকনিকগুলোতে খেলতাম, ৫০/১০০ ডলার চাঁদা দিয়ে ২০ মিনিটও খেলতে পারতাম না, তার আগেই প্লেয়ারেরা ক্লান্ত; বাংগালী তরুণদের অবস্হা দেখলে হাসি আসে, না পারে দৌঁড়তে, না পারে বলে সঠিক মতো কিক করতে! পিকনিকে গেলে প্লেয়ার যোগাড় করাই মুশকিল, সবাই মিলে খালি ছবি তোলে আর খেতে থাকে, খাবার টেবিল থেকে টেনেও মাঠে নেয়া যায় না। আবার বেশীরভাগ ড্রেস-স্যু ও স্যান্ডেল পরে পিকনিকে চলে আসে।
গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখি, গায়ে, হাতেপায়ে ব্যথা; ইহা আগে ঘটতো না, এবার ঘটলো। সকাল সাড়ে ৬'টার দিকে গিয়ে দেখি আমার প্রেকটিসের যায়গা দখল হয়ে গেছে, ২ মেয়ে টেনিস প্রেকটিস শুরু করেছে। আমি একক-টেনিস প্রেকটিসের কোর্টে নিজে নিজে প্রেকটিস করি। ভাবলাম রাতে যাবো, সন্ধ্যা থেকে বৃষ্টি। আজকে সকাল ৬'টায় গিয়ে সুযোগ পেলাম; ১০ মিনিট পরেই মেয়ে ২'টি এসে হাজির; টেনিসের লোকজন এলে তাদেরকে কোর্ট ছেড়ে দিতে হয়। আমি ৫ মিনিট চেয়ে নিলাম ওদের থেকে, ওরা কফি আনতে চলে গেলো, মিনিট ১০ মিনিট পর ফিরে এলো।
এবারের খেলার দাওয়াতটা পেয়েছিলেম মাত্র ১ সপ্তাহ আগে; স্কুল কলেজের কিছু ছেলে খেলে, তারা প্রায়ই কুইন্সে খেলে; ওখানে প্লেয়ার বেশী, আমার সুযোগ তেমন হয় না। দাওয়াত পাবার সাথে সাথে বল কিনে নিয়ে এসেছি; স্ত্রী বুঝলেন, আমি কোথায় খেলবো; আমাকে মনে করায়ে দিলেন, পড়ে গেলে কি হবে?
আমার মাথায় একটা সমস্যা আছে ( ব্লগারদের মতে আমার মাথায় অনেক সমস্যা আছে), পড়ে মাথায় ব্যথা পেলে বড় ধরণের সমস্যা হতে পারে, বলেছিলো এক ডাক্তার; আমার স্ত্রী এখনো সেটা নিয়ে আছেন; আমি এরপর কতবার পড়লাম, এখনো মরিনি। সেদিন ১ ব্লগার দেখলাম উনার পোষ্টে আমার মৃত্যু কামনা করেছে, যতসব গার্বেজ! পোষ্টটাতে মাত্র ২ জন ব্লগার প্রতিবাদ করেছেন; আরো ২০/২৫ জন মন্তব্য করেছিলেন, কেহ কিছু বলেননি, যতসব লিলিপুটিয়ান! আমি মৃত্যু নিয়ে ভাবি না, ইহা নিয়ে আমার কোন উৎসাহও নেই!
ক্যারোলিনার ১০০ বছর বয়সী ১ সিনিটরের জন্মদিনে এক তরুণ সিনেটর বলেছিলো, যে সে বয়স্ক সিনেটরের ১০১'তম জন্ম দিবসে উপস্হিত থাকতে চায়; বয়স্ক সিনেটর বললেন,
-ভালো খাবেন, ব্যায়াম করবেন, অকারণে চিন্তিত হবেন না; তা'হলে, আমার আগামী জন্মদিনে আপনি অবশ্যই উপস্হিত হওয়ার সুযোগ পাবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৪৭