ব্লগে পোষ্ট দিয়ে কেহ বলেননি যে বেগম জিয়ার জনপ্রিয়তা বেড়েছে, রাজনৈতিক পোষ্টগুলোতে কিছু মন্তব্যকারী বলছেন যে, বেগম জিয়াকে জেলে নেয়ার পর থেকে উনার জনপ্রিয়তা বেড়েছে! যদি সত্যই উনার জনপ্রিয়তা বেড়ে থাকে কি কি কারণে বেড়েছে ও বাড়ছে? উনার প্রতি কি অবিচার করা হয়েছে, লঘু অপরাধে কি গুরু দন্ড দেয়া হয়েছে, নাকি উনার থেকে বেশী অপরাধীদের বিচার না করে উনার বিচার করেছে, নাকি শেখ হাসিনার সরকার কেন উনার বিচার করলো, উনি কি রাজনৈতিক প্রতি-হিংসার শিকার হয়েছেন, উনাকে কি ভোট থেকে দুরের রাখার প্রচেষ্টা, নাকি সবগুলো কারণই প্রয়োজ্য? নাকি কারণহীনভাবে মানুষ বেগম জিয়ার প্রতি সিমপ্যাথী দেখান?
আসলে বেগম জিয়ার জনপ্রিয়তা বাড়েনি, শেখ হাসিনার জনপ্রিয়তা কমছে! রাজনৈতিক ব্যক্তিত্বের জনপ্রিয়তা বাড়ে রাজনোৈতিক কর্মকান্ডের জন্য; উনার সেই রকম কোন রাজনৈতিক কর্মকান্ড নেই। এমন কি উনার সর্বশেষ রাজনৈতিক পদক্ষেপ, তারেক জিয়াকে সভাপতি বানানো ভয়ংকর ভুল, বিএনপি'র কাউকে উনি বিশ্বাস করেননি; ফলে, উনার জনপ্রিয়তা বাড়ার কোন কারণ নেই!
যাদের কাছে নতুন করে উনার জনপ্রিয়তা বেড়েছ তাদের নিজস্ব কারণ থাকতে পারে; তবে, কারণ যাহাই হোক না কেন, তা জাতির জন্য ক্ষতিকর। বেগম জিয়ার শুরুই ছিল অন্যায় ও লোভের মধ্য দিয়ে; উনি দলের সদস্য পদ থেকে এক লাফে অন্যদের ডিংগিয়ে দলের সভাপতি হয়েছিলেন ষড়যন্ত্রের ফলে। বিসিএস পাশ করার পরও, কোটায় যারা চাকুরী পাচ্ছে, তাদেরকে অন্যেরা খারাপ চোখে দেখছে; তা'হলে, কোন রকম যোগ্যতা ছাড়া যদি সবাইকে ডিংগিয়ে সভাপতি হয়েছে থাকেন, তাতে অনেকের অধিকার ক্ষুন্ন হয়েছে; এত বড় অন্যায়ের পরও উনি জনপ্রিয়তা পেয়েছেন, সত্য; কিন্তু অন্যায়টুকু উনার জীবনের পাথেয় হয়ে গেছে; এটা ছিলো শুরু! উনাকে যারা সভাপতি হিসেবে সাপোর্ট করেছেন, সবাই অন্যায় করেছেন! এটা নিয়ে কোনদিন বিচার হবে? হবে না, কিন্তু এটা অন্যায়ের শুরু!
উনি "জিয়া এতিমখানার" জন্য টাকা পেয়ে, ২৬ বছর এতিমখানা করেননি; এটার বিচার হওয়ার দরকার আছে? যেহেতু শেখ হাসিনার বিচার হচ্ছে না, সেই কারণে এই বিচার করা অন্যায়? আসলে, এই ধরণের লজিকে উনার বিচার না চাওয়াটাই অন্যায়; এই বিচারের কারণে যদি উনার জনপ্রিয়তা বাড়ে সেটা অন্যায়; বাংলাদেশে অন্যায়কে সাপোর্ট করা সহজ; যারা অন্যায়ের সাপোর্ট করে, তারা জাতির ক্ষতি করে। বেগম জিয়া ২০০৮ সালে যদি সরকার গঠন করতে পারতেন এই বিচার হতো না; সেটা কি ন্যায় হতো?
বাংগালীরা অশিক্ষিত ও রাজনীতি না জানার কারণে রাজনৈতিক ব্যক্তিত্বদের ন্যায় অন্যায় বুঝে না; তারা ব্যক্তির মুখ দেখে, অবস্হান দেখে সাপোর্ট জানায়। আইয়ুব খান যখন ক্ষমতায় এসেছিল, সে বিশালভাবে জনপ্রিয় ছিলো; এটা ছিলো আসলে নিজের ও জাতির পায়ে কুঠার মারা; বাংলাদেশ ক্রমেই ভয়ংকর যুদ্ধের দিকে এগিয়ে গেছে আইয়ুবের অপ-শাসনের কারণে।
তারেক জিয়া ও কোকোর কাছাকাছি বয়সের ১০ লাখ বাংগালী পাওয়া যাবে, যারা অশিক্ষিত: এখন হয়তো রিকসা চালায়, সিএনজি চালায়, দিন মুজুর খাটে, প্রবাসে কামলা দেয়; কিন্তু তারা বেগম জিয়াকে ভালোবাসে। কিন্তু তারা কি জানে, তাদর বয়সী তারেক জিয়া ও কোকো রাষ্ট্রের খরচে পড়েছে, খেয়েছে, গাড়ীতে চড়েছে? তাদেরকে বা তাদের পরিবারের কাউকে বেগম জিয়া কি রাষ্ট্রের খরচে পড়তে দিয়েছে? বেগম জিয়ার প্রতি এদের এদের ভালোবাসা শুধু অজ্ঞতা; সমাজের অজ্ঞদের কারণে বাকীদিগকে মুল্য দিতে হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯