শেখ হাসিনা ঠিক গতবারের মতো, 'সরকারে থাকা দলগুলো থেকে সর্বদলীয় সরকার' গঠন করে, সেই সরকারের অধীনে নির্বাচন দেবেন; নাই মামার চেয়ে কানা মামা ভালো; কারণ, বিএনপি এই অবস্হার পরিবর্তন ঘটাতে পারবে না; এবং জনতা আপাতত এইদিকে এখনো নজর দিচ্ছে না, উহারা কোনভাবে খুঁদকুটা যোগাড়ে ব্যস্ত। শেখ হাসিনা বিএনপিকে এভাবেই দেখতে চান, উনার প্ল্যান কাজ করেছে, উনি সফল হয়েছেন। কিন্তু উনার সাফল্য পুরো জাতির জন্য সাফল্য নয়; উনাকে জাতির জন্য কাজ করতে হবে এখন।
উনার ইচ্ছা মতো নির্বাচন হলে, দেশের পুরো অংশ মেনে নেবে না, পুরো অংশকে সাথে রাখার জন্য সর্বদলীয় সরকার গঠন করতে পারেন। আজ অবধি যে প্যাটার্ণ চলছে, নির্বাচনে তিনি জয়ী হবেন, তিনি যাকে নমিনেশন দেবেন, সে জয়ী হওয়ার সম্ভাবনা বেশী।
তা'হলে, তিনি কোয়ালিশন করে, সব দল থেকেই নমিনেশন দিক: গত নির্বাচনে যারা অংশ নেয়নি, তাদের থেকেও নমিনেশন দেয়া হোক উনার দলের সাথে কোয়ালিশন করে। বড় দল হিসেবে, বিএনপি থেকে তিনি ৫০ জনের মতো নমিনেশন দিতে পারেন; যেমন ড: এমাজুদ্দিন সাহেব, ড: মঈন খান, মির্জা ফখরুল মতো লোকদের। ড: কামাল হোসেনের দল থেকে ২/৩ জনকে নমিনেশন দেয়া যায়। এর বাহিরে, দেশে খুবই প্রফেশানেল থাকে ৫০ জনকে আওয়ামী লীগের অধীনে, বা কোয়ালিশনের অধীনে নমিনেশন দেয়া সম্ভব।
উনার কোয়ালিশনে যদি সব দল থেকে মানুষ জয়ী হয়, সেটা সীমিত আকারে 'সর্বদলীয় সরকার' হবে। উনার আওয়ামী লীগ, ইনুর জাসদ, এরশাদ ও রওশন ভালো করছে না, এটা পরিস্কার। উনার বর্তমান কোয়ালিশন নিয়ে মানুষ অসন্তষ্ট; যদিও বিএনপি উনার সাথে পেরে উঠছে না, এটাই শেষ নয়, মানুষ এক সময় লেগে যাবে, ও উনার কোয়ালিশনের পতন ঘটবেই ঘটবে; তখন উনার ৩৬/৪০ বছরের অর্জন ধুলায় মিশে যাবে, উনার অবস্হা বেগম জিয়ার থেকে শোচনীয় হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৬