মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হোক; বয়স্ক কোন মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে এখনো পড়ালেখায় থাকলে, তাদেরকে ফ্রি পড়ানো হোক, ও যোগ্যতানুসারে চাকুরী দেয়া হোক। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোন অবস্হায়, কোন কোটা পাবার যোগ্য নয়; নাতিপুতিরা হতদরিদ্র হলে, তাদেরকে মুক্তিযোদ্ধারা সাহায্য করবে।
শেখ হাসিনা আজকে পুনরায় ঘোষণা দিয়েছেন যে, মুক্তিযোদ্ধা কোটা থাকবে; ইহা উনার বেকুবী ও গোঁয়ার্তুমি। মুক্তিযোদ্ধা-কোটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানকর, ইহা বাতিল করা হোক।
দরকার চাকুরী সৃষ্টির, এসব কোটা মোটা, হাউকাউ জোড়াতালি দিয়ে আর কতদিন? জাতির কাছে সম্পদ আছে, মানুষ আছে; দরকার বিশুদ্ধ মগজের, যারা চাকুরী সৃষ্টি করতে পারে; যারা চাকুরী সৃষ্টি করতে জানে না, ম্যাঁওপ্যাঁও কোটা দিয়ে দেশ চালাতে চায়, তাদেরকে লাথি মেরে প্রশাসন থেকে বের করার দরকার।
মুক্তিযোদ্ধা কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছিল শুরু থেকেই; তাঁদেরকে সাধারণ মানুষ থেকে শুরু করে, বাংলাদেশ-বিরোধীদেরও চক্ষুশুল করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পড়ালেখার খরচ দিলে, ও বিনা-কোটায় চাকুরী দিলে কোন অসুবিধা হতো না; জাতি লাভবান হতেন।
যাঁরা সরাসরি যুদ্ধ করেছেন, ছাত্ররা ব্যতিত, বাকীরা ছিলেন সাধারণ ও দরিদ্র পরিবারের মানুষ; বেংগল রেজিমেন্ট ও ইপিআর'এর লোকজনও ছিলেন দরিদ্র পরিবারের লোকজন; তাদের কারো শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণীর বেশী ছিলো না।
২২ হাজার মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন; আমার জানামতে যাদের 'মেধাবী' বলা হয়, সেই রকম কাউকে আমি যুদ্ধে দেখনি, ও প্রাণ হারাতে শুনিনি।
বাংগালীরা কথায় কথায় বলে, ঐ ছেলেটা 'ব্রিলিয়েন্ট', মেধাবী; আমার চোখের কিছু সমস্যা আজীবন ছিল, আমাকে কেহ 'ব্রিলিয়েন্ট', 'মেধাবী' দেখালে আমি আজীবন চোখের সামনে ভেঁড়া দেখতাম। আমার জগতে মেধাবী হিসেবে যাঁরা ছিলেন ও আছেন, তাঁরা হলেন মুক্তিযোদ্ধারা, তাঁদের সাথে আরেকটা মুখ ভেসে উঠে, তিনি হলেন শেরে বাংলা সাহেব।
মুক্তিযোদ্ধারা বিনা-বেতনে, বিনা-খাবারে জাতির জন্য যুদ্ধ করেছেন; বিনা-বেতনের চাকুরী হারানোর পর, চাষীর অমেধাবী ছেলেদের কি 'কোটার' কোন দরকার ছিলো? এরা কি সেক্রেটারী হয়েছে, নাকি এটমিক এনার্জির জিএম হয়েছে, নাকি আদমজী জুটমিলের পারসেজ অফিসার হয়েছে, নাকি বিসিএস দেয়ার কথা? এঁদেরকে কেন কোটা দেয়া হয়েছে? এঁদের ছেলেমেয়েরা কি ডাক্তার, ইন্জিনিয়ার, বিসিএস হয়েছে; অশিক্ষিত মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা কি 'মেধাবী' হওয়ার ক্থা? তাদের কোটার কোন দরকার ছিলো না।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১