এই মাসের ১৪ তারিখে, বর্তমান সময়ের একজন সেরা ভাবুক, ষ্টিফেন হকিং মৃত্যুবরণ করেছেন (জানু-১৯৪২-মার্চ-২০১৮); তাঁর মৃত্যু নিয়ে সামুতে অনেকগুলো পোষ্ট এসেছিল; সব পোষ্টেই উনার সম্পর্কে , উনার ভাবনা সম্পর্কে, সামুর ব্লগারদের পজেটিভ মনোভাব দেখা গেছে। দেখা গেছে যে, প্রায় সব ব্লগারই উনার সম্পর্কে বেশ জানতেন, এবং ভাবনাকে পজিটিভলী নিয়েছেন, উনার বড় অবদানের ব্যাপারেও পজিটিভ মনোভাব ব্যক্ত করেছেন।
মনে পড়ে, মাত্র ৩/৪ বছর আগেও, যখন উনার বইয়ের উপর লিখা হতো, উনার গবেষণার উপর লেখা হতো, উনার কোন বক্তব্য নিয়ে আলাপ হতো, অনেক ব্লগার উনার বিপক্ষে কথা বলতেন, উনার ভাবনাকে, অবদানকে অস্বীকার করতেন। ৪ বছরের মাঝে বেশ পরিবর্তন এসেছে ব্লগারদের মাঝে, এটি খুবই ভালো লক্ষণ।
গত ২ বছরে সামুতে বিজ্ঞান নিয়ে পোষ্ট খুবই কম এসেছে; বরং, ভুলটুল ভাবনা সম্বলিত বিজ্ঞান-বিরোধী বেশ কিছু পোষ্ট এসেছিল; আবার যাঁরা ধর্মীয় পোষ্ট লিখেন, তাঁরাও বোনাস হিসেবে বিজ্ঞান-বিরোধী কয়েক লাইন লাগিয়ে দেন; অবশ্য তাঁদের লেখা এত দুর্বল থাকে যে, তারা ধর্ম নিয়ে লিখলে ধর্মেরই ক্ষতি হয় বেশী; ফলে, তাঁদের লেখায় তেমন কিছু যায় আসে না, বিজ্ঞান নিজের মহিমায় অক্ষত থাকে।
দেশের কলেজ, ইউনিভার্সিতে বিজ্ঞানে পড়ার মতো উৎসাহী ছাত্রের সংখ্যা বিপুলভাবে কমে গেছে; প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আজকাল মনে হয় ২টি সাবজেক্টই পড়ায়: বিবিএ আর ডাক্তারী। ডাক্তার পরিবারগুলো আনন্দ পেয়েছে, তাদের পরিবারের সবাইকে তারা ডাক্তার বানানোর চেষ্টা করছে; ফলে, তাদের কিছু ছেলেমেয়ে সায়েন্স পড়ছে।
এক সময় ইউনিভার্সিটিতে কেহ ভালো সাবজেক্ট না পেলে ইসলামিক হিস্ট্রি, সোস্যাল সায়েন্স পড়তো; এখন কেহ বিবিএ'তে সুযোগ না পেলে রসায়নে ভর্তি হয়, পরের বছর সুযোগ পেলে সাবজেক্ট বদলায়ে ফেলে।
আমাদের এলাকার (গ্রামে) একটি প্রাইভেট কলেজে অনেক বৃত্তি দিয়ে আইএসসি'তে ২৪ জন ছাত্র এনেছিল; ৬ মাস পর ১৩ জন আছে ক্লাশে। কলেজটির মালিক আমেরিকান ডলারে মালটি মিলিওনিয়ার ব্যবসায়ী, তিনি আমাদের অনেকের অনুরোধে সায়েন্সের উপর জোর দিচ্ছেন; সম্প্রতি তিনি বললেন, এই ১৩ জনকে কলেজ সোনার ডিমের মতো তা দিচ্ছে!
আমি গ্রামের স্কুলে সায়েন্স পড়েছিলাম; স্কুলের ল্যাবটি দেখার মতো ছিলো; পরে চট্টগ্রাম কলেজে গিয়ে দেখি, আমাদের গ্রামের স্কুলের ল্যাবটিতে তুলনামুলকভাবে চট্টগ্রাম কলেজ থেকে বেশী টাকা খরচ করা হয়েছিল; স্কুলের আয় ছিলো, অনেক জমি ছিলো; সেই স্কুলে সায়েন্স গ্রুপে এই বছর কোন ছাত্র নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২