শেখ হাসিনা বাবা ও পরিবার হারানোর ক্ষোভ নিয়ে বাংলাদেশের রাজনীতি দখল করেছিলেন; বেগম জিয়া লোভের কারনে রাজনীতিতে এসেছিলেন; বেগম জিয়ার অবস্হা হয়েছে, রাশিয়ান কবি পুশকিনের 'সোনালী মাছ' কাহিনীর জেলেনীর মতো; শেখ হাসিনার শেষ হতে পারে হিন্দুদেবী দুর্গার মতো, পুজাটুজা করে শেষে পানিতে বিসর্জন!
শেখ হাসিনার মিশন শেষ হয়েছে অনেক আগেই: বাবার জল্লাদদের (নীচুস্তরের হত্যাকরীরা) ঝুলানো, রাজাকারদের বিচার, ও জামাতকে রাজনীতি থেকে দুরে রাখার মাধ্যমে। বিএনপি'কে রাজনীতি থেকে সরানোও যদি মিশনের অংশ হতো, ভালোই হতো, বিএনপি'র ম্যাঁওপ্যাঁও মারাঠারা কোনদিন রাজনীতিবিদ হবে না; কিন্তু উনি যেভাবে নিজের মিশন কার্যকরী করেছেন, তাতে বিএনপি উনাকে পরোক্ষভাবে সাহায্য করেছে; বিএনপি মরা সাপ, শেখ হাসিনা উহাকে সহজেই নিজের পায়ের নীচে রাখতে সমর্থ হয়েছেন; কিন্তু মানুষকে অজগরের ভয় দেখিয়ে শেখ হাসিনা লাভবান হয়েছেন।
বেগম জিয়াকে শেখ হাসিনা লালন পালন করে আসছে ২০০৯ সাল থেকে; না হয়, অনেক আগেই উনাকে অবসরে পাঠাতে পারতেন; শেখ হাসিনা যেভাবে দেশ চালান, বেগম জিয়া হলো দরকারী বেক্টেরিয়া; কিন্তু বেক্টেরিয়া বেশী বেড়ে গেলে শেখ হাসিনা এন্টিবাইওটিক দেন; সমস্যা হলো, এন্টিবাইওটিকে সাইড-এফেক্ট ভয়ংকরও হতে পারে।
শেখ হাসিনা কথায় কথায় বাবার আদর্শের কথা বলেন, তিনি বাবার স্বপ্ন বাস্তবায়ন করছেন; উনার বাবার সঠিক কোন স্বপ্ন ছিলো না, শেখ সাহেব প্রতিবাদী নেতা ছিলেন। শেখ সাহেব ৬ দফা ও বাকশালের জন্য পরিচিতি পেয়েছিলেন; শেখ হাসিনা নিশ্চয় সেই ২টির একটিও অনুসরণ করছেন না। উনি অনুসরণ করছেন জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম।
বেগম জিয়া ও শেখ হাসিনা, ২ জনকেই মানুষ প্রত্যাখান করেছিলেন ২০০৭ সালে; কিন্তু আওয়ামী লীগ জেনারেল মঈনের স্বপ্ন বা দু:স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি; তাতে শেখ হাসিনা শক্তি নিয়ে ফেরত আসেন। এখন উনি যেভাবে দেশ চালাচ্ছেন, এই যুগে ইহা কাম্য নয়; ইহা বৃটিশের কলোনিয়েল সিস্টেমের কাছাকাছি; উনি দেশ চালনা শিখতে চাচ্ছেন না; তিনি এখনো মিশন-মোডে আছেন। ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরও কিছু জাপানী সৈন্য ৩০/৪০ বছর ফিলিফিন মিলিফিনের জংগলে জাপানীদের হয়ে যুদ্ধেরত ছিলেন, শেখ হাসিনাও ঐসব সৈন্যের মত চোখকান বন্ধ করে মিশনে আছেন।
উনি সামু ব্লগে এলে, আমরা উনাকে বুঝাতে পারতাম যে, দেড় জেনারেশন চলে গেছে, বাংগালীরা কিছু পায়নি; উনি পেয়েছেন, বেগম জিয়া পেয়েছে, তারেক কোকো পেয়েছে, জয় পেয়েছে, বসুন্ধরা পেয়েছে, ফালু পেয়েছে, কর্ণেল ফারুক পেয়েছে; বাকীরা কিছু পাচ্ছেনা; দেশকে নরওয়ের মতো, সুইডেনের মতো চালানো সম্ভব; এবং উনার অবসর দরকার।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯