প্রধান বিচারপতির চাকুরী রাজনৈতিকভাবে বিবেচিত একটি পোস্ট; শেখ হাসিনার বিবেচনায় এবারের প্রধান বিচারপতি দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় চাকুরীপ্রাপ্তরা বিবেচনাকারীর পক্ষে কাজ করে থাকেন; অবশ্য, শেখ হাসিনা বিচারপতি সাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পদ দেয়ার পর, তিনি শেখ হাসিনার বিপক্ষে কাজ করেছিলেন; এবং সেনাপতি পদে, বেগম জিয়ার মনোণিত জেনারেল মইন বেগম জিয়ার বিপক্ষে গেছেন। বাংলাদেশ হাইকোর্টের বিচারপতিরা কখনো মানুষের হয়ে কিছু করেননি, যদিও করার মতো হাজার বিষয় ছিলো।
এবারের প্রধান বিচারপতি পার্লামেন্ট-পাশকরা, সংবিধানের ষোড়শ সংশোধনীর অনেকগুলো পয়েন্টের বিপক্ষে রায় দিয়েছেন; সংশোধনীতে হাইকোর্টের বিচারপতিদের চাকুরীচ্যুত করার ক্ষমতা দেয়া হয়েছে পার্লামেন্টের হাতে, যা মানুষের মৌলিক অধিকার লংঘন করে; পার্লামেন্ট হলো আইন তৈরির কারখানা, তাদের হাতে এসব ক্ষমতা দেয়া ভুল; সর্বোপরি পার্লামেন্টের বেশীরভাগ সদস্য হলেন পার্টির কলাগাছ, তাদের হাতে দা দেয়া ঠিক হবে না। এদিক থেকে প্রধান বিচারপতি ঠিক আছেন, উনার নিজের ও অন্য বিচারকদের চাকুরীর নিশ্চয়তা ঠিক রাখা উনার দায়িত্ব।
আওয়ামী লীগ, বিএনপি হাইকোর্টের রায় মানার মত রাজনৈতিক নহে; তা'হলে এত চীৎকার কেন? কোর্ট যা বলবে বলুক, এরা নিজেদের কাজ নিজেদের মতো করে করবে। আওয়ামী লীগে কিছু নেতা আছে, এদের কাজই গলাবাজি; এরা গলাবাজি করে বিএনপি ও বেগম জিয়ার বিপক্ষে, স্বপক্ষে; এখন এদের খারাপ সময়, বেগম জিয়া লন্ডনে, আর বিএনপি লুবুজুবু; এরা বুলিং করার মতো কাউকে পাচ্ছে না; ফলে, লেগে বসেছে প্রধান বিচারপতির সাথে; এটা আশাতীত কিছু নয়!
ভোটের আগে শেখ হাসিনা নিজেও কেন এটাতে যোগ দিলেন, তা বুঝা মুশকিল। রায় হয়েছে, আপীল হবে; বিচারপতিদের চাকুরী যাক, চাকুরী থাক, তাতে মানুষের ১ পয়সা লাভ ক্ষতি, বা মাথা ব্যথাও নেই। তবে, কোন বিচারপতির চাকুরী গেলে আমি ব্যক্তিগতভাবে খুশী হবো, এরা অমানুষ, মানুষের জন্য কিছুই করে না; তনু বেচারীর জন্য হলেও ২টি বাক্য বলতে পারতো!
যেহেতু লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে পছন্দ করেন না, এই ধরণের বিতর্কে উনার যাওয়া ঠিক হয়নি; এখানে প্রধান বিচারপতির কথা যদি টিকে যায় (যা মোটামুটি অসম্ভব), মানুষের কোন লাভ নেই, কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তার ক্ষতি হবে; বিচারপতি যদি চুপসে যান, বা বিচারপতির চাকুরী চলে যায়, শেখ হাসিনার জনপ্রিয়তার ক্ষতি হবে; এই বিতর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শেখ হাসিনা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৫