অবশ্যই পারবো! শেখ সাহেব, মওলানা ভাসানী, তাজুদ্দিন সাহেব নেই; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনাকে হিসেবে না রেখে, ৪৭ বছর পর, আমরা সাধারণ মানুষেরা কি ভালো থাকার স্বপ্ন দেখতে পারি? আসলেই সবকিছুই সম্ভব। শেখ সাহেব ও মওলানা ভাসানীরা সব সময় আসেন না; কিন্তু সাধারণ মানুষ সব সময় আছে, থাকবে! নেতার দরকার হয় নতুন পথে চলার জন্য; কিন্তু পরিস্হিতি অনেক সময় নেতার আবির্ভাবকে সুগম করে না; তখন সাধারণ মানুষের জন্য একমাত্র পথ হলো, নিজের সর্বাধিক দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পথ বের করা।
আমরা স্বাধীন; কিন্তু মৌলিক অধিকারের প্রাপ্যটুকু সবাই নিজের অধিকারের ভিত্তিতে পাচ্ছেন না; যেমন শিক্ষা, শিক্ষা সবার জন্য ফ্রি করা সম্ভব ছিলো, শিক্ষাকে পণ্য বানায়ে, সেই সেক্টরে হাজার কোটিপতি তৈরি করার দরকার ছিলো না; দেখেছেন, বগুড়ার মেয়েটি কলেজে ভর্তি হতে পারলো না, উল্টা দুষ্ট লোকের হাতে নিপীড়িত হলো; মেয়ের পুরো পরিবার নিপীড়িত হলো! আরেকদিকে দেখেন, মোটামুটি অথর্ব মন্ত্রী দিলিপ বড়ুয়ার ৩ মেয়ে বিদেশে ডাক্তার হয়েছে; ওরা কি আওয়ামী, বিএনপি, শিবিরের ক্যাডারদের কাছে গিয়েছিল? এমন কি তারা দেশেও ফেরত আসবে না। প্রতিটি মানুষকে কি আমরা ফ্রি পড়াতে পারবো না? আমাদের সেই সম্পদ নেই? অবশ্যই আছে; শেখ হাসিনা ও নাহিদ সেই সম্পদ বুঝার মতো অবস্হানে নেই; নাকি আপনার অবস্হাও নাহিদ সাহেবের মতো, ত্রা লা লা?
খাদ্যে ভেজাল ও বিষ মেশানো এখন আমাদের জাতীয় দক্ষতা; বিষাক্ত খাবার খেলে মানুষ কতদিন বাঁচবে, তাদের স্বাস্হ্য কেমন থাকবে? ইহুদীরা খাদ্যের ব্যাপারে খুবই হুশিয়ার; ওদের হালালকে বলা হয় "কোশের"; ওদের হালাল সায়েন্টিফিক্যালী হালাল। জেনেটিক্যালী ইহুদীদের অনেক সমস্যা আছে; তারা যদি সুখাদ্য না খেতেন, উনারা বিলুপ্ত হয়ে যেতেন। খাদ্যে বিষ মেশানো, ভেজাল মিশানো কি বন্ধ করা সম্ভব? আমি বলবো, ইহা বন্ধ করা জনতার জন্য ১০ দিনের ব্যাপার। ভালো খাদ্য না হলে আমরা দুর্বল জাতি।
আমাদের লোক সংখ্যা বেশী, এদের শ্রমের মুল্য কম; শ্রমের মুল্য কম মানে জীবনের মান কম, এদেরকে বস্তিতে থাকতে হচ্ছে, বিষাক্ত খাবার খেতে হচ্ছে! এদের দক্ষতা বাড়ালে শ্রমের দাম বাড়বে, জীবনের মান বাড়বে; একজন মানুষের দক্ষতা বাড়াতে গড়ে সময় লাগার কথা ৬ মাস; আমরা একজন মানুষকে ৬ মাস ট্রেনিং দিতে পারবো না? অবশ্যই পারবো, আমাদের সেই সম্পদ ও রিসোর্স আছে।
আমরা শিক্ষিতরা বসে, জাতির জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারবো? অবশ্যই পারবো; সেই রোডম্যাপ আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬