১৯৭১ সালে, বাংলাদেশের বিজয়ের সাথে সাথে কিছু রাজনৈতিক দল আপনা থেকে মুছে গিয়েছিল: জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলামী ইত্যাদি নিজের থেকেই নিজেই হারিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের প্রবাসী সরকার বাংগালীদের বিপ্লবের সাথে তাল মিলিয়েই গঠন করা হয়েছিল, যদিও উহাকে আরো শক্তিশালী করা যেতো সেক্টরের কমন্ডারদের যোগ করে। বিজয়ের পর, সেই সরকারকে "সর্বদলীয়" সরকারে পরিণত করার দরকার ছিল। ১৯৭২ সালে, তাতে যে পরিবর্তন আনা হয় সেটি সঠিভাবে করা হয়নি, দরকার ছিল মুক্তিযুদ্ধের মানুষদের সমন্ময়ে ১টি বিপ্লবী সরকার গঠন করা; কিন্তু করা হয়েছিল আওয়ামী লীগের সরকার। মানুষের সমন্ময়ে বিপ্লবী সরকার গঠন না করাটা ছিলো আওয়ামী লীগের ১ম ভুল; আওয়ামী লীগই মুল চালিকা থাকতো!
যাক, ১৯৭২ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন পার্লামেন্টে একটা বিরোধীদল দরকার ছিলো; বিরোধীদল পার্লামেন্টে আসতে হলে, তখন একটা নতুন দলের জন্ম নেয়ার দরকার ছিলো; কিন্তু সেটা ঘটেনি; বরং সেই শুন্যতাকে পুরণ করতে অস্বাভাবিকভাবে জন্ম নেয় "জাসদ", যা ছিল ছাত্রলীগের একাংশ। যেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার দরকার ছিলো, সেখানে ছাত্ররা রাজনৈতিক দল খুলে বসে; ফলাফল পরিস্কার, নতুন দেশে আগাছা। এখনো জাসদ আছে, নেতারা আছে, জাতির প্রতি তাদের অবদান আপনারা দেখেছেন।
দেশকে অস্হিতিশীল করার পেছনে জাসদের বিরাট ভুমিকা ছিল; নতুন দেশে সরকার যেখানে উজ্বল প্রতীক হয়ে জাতিকে সংগঠিত করার কথা, সেখানে শেখ সাহেব নিজেই পথ হারায়ে বেদিশা হয়ে পড়েছিলেন; সেটার উপর জাসদের বিশৃংখলা।
যাক, শেখ সাহেব ভুল টুল বুঝতে পেরে, সবর্বদলীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং সেই উদ্দেশ্যে একটা প্লাটফরম তৈরি করেন; কিন্তু সেই সময় তিনি ক্যাপিটেলিজম থেকে সরে যাচ্ছেন ভেবে, সিআইএ উনাকে হত্যা করে। সিআইএ ততকালীন সেনা বাহিনীর সবচেয়ে শক্তিশালী অফিসার, জেনারেল জিয়াকে ক্ষমতায় নিয়ে আসে। এরপর, সিআইএ শেখ সাহেবের কবরের উপর, বাংগালীকে বিএনপি উপহার দেয়; জাতি অশিক্ষিত হওয়ায় এসব উড়ো-রাজনীতির কিছুই বুঝতে পারেনি। বিএনপি'র সবচেয়ে বড় উপহার বেগম জিয়া, এগুলো জাতির জন্য কলংক ও দু:খ ব্যতিত কিছুই নয়।
জিয়াকে সাধারণ জনতা না চিনলেও, ক্যানটনমেন্টের মুক্তিযোদ্ধারা চিনতেন; তাদের মাথার উপর জিয়া ছিল সিএইএ'র একটা অফিসার মাত্র; তারা তাকে না সরায়ে পারছিলো না। কিন্তু সিআইএ বসে ছিলো না; তারা পাইপ লাইনে জেনারেল এরশাদকে রেখেছিল; সিআইএ ফেল করেনি, তারা এরশাদকে ঠিক সময়ে ক্ষমতায় এনে জিয়ার শুন্যস্হান পুরণ করেছে; এরশাদকেও সিআইএ নেতা বানায়েছে; তিনি জাতির জন্য মাড়কষার জাল বুনেছেন, নাম দিয়েছে জাপা।
এই ৩টি দল অস্ভাবাবিকভাবে জন্ম নিয়েছে, অস্বাভাবিকভাবে জাতির সম্পদ দখল করেছে, জাতিকে ভুল পথে নিয়ে গেছে; এগুলো জাতির জন্য দু:খ ছাড়া কিছু নয়, এদের জন্মই আজন্ম পাপ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:১৫