দেশের বিগত কয়েক বছরের খারাপ কিছু ঘটনা-প্রবাহের কারণে ব্লগিং'এ বেশ ভাটা পড়েছিল, ব্লগিং সম্পর্কে ভুল ধারণার সৃস্টি হয়েছিল; নতুন ব্লগারের সংখ্যা কমে এসেছিল; অনেক সুপরিচিত ব্লগার শ্লো হয়ে গিয়েছিলেন; সেটা আজও অনুভব করা সম্ভব। কিন্তু শিক্ষা সব সময় ভয়কে জয় করে; সেটা পরিলক্ষিত হচ্ছে।
গতকিছু বছরের মাঝেই ব্লগারেরা নবীন দক্ষ লেখক হিসেবে নিজেদের স্বাক্ষর রেখেছেন বই মেলায়। ক্রমগত আলোচনা, সমালোচনার মধ্য দিয়ে রিফাইন করা এক নতুন জেনারেশনের জন্ম হয়েছে এই দেশের শিক্ষিতদের মাঝে, এঁরা ব্লগার; এঁদের অবজারভেশন, এনালাইসিস ক্ষমতা অনেকের চেয়ে বেশী; এঁদের মনোভাব ও ভাবনার জগত হবে পরিস্কার!
আমরা বাংগালীরা পাঠানদের মত স্বাধীন, অনেক সময় হাইওয়ের মাঝখান দিয়ে হাঁটি, বাস-ট্রাক পাশ কাটিয়ে চলুক, আমি আমার রাস্তা ছাড়বো না; ফলে, মাঝে মাঝে ধাক্কাও খেতে হয়। ব্লগিং'এর বেলায়ও সেই নিয়ম কাজ করেছিল; কিন্তু আজ, সময়ের সাথে নতুন জেনারেশনের ব্লগারেরা সবকিছুকে লজিক্যালী নিচ্ছেন।
নতুন ব্লগার হিসেব নিয়ম কানুন না বুঝে, বা মাঝে মাঝে ইমোশানেল হওয়ার কারণে, বেশ কিছু ব্লগার সোজাসুজি "জােনারেল" হয়ে গেছেন; এঁদের সংখ্যা বেশ বেড়ে গেছে। এঁদের সৈন্য সামন্ত নেই, কিন্ত জেনারেল! একজন ব্লগারের জন্য সবচেয়ে বড় কস্ট হলো, সামনের পাতায় না লিখতে পারা, বা কমেন্ট করতে না পারা; আমি সেটা বিশালভাবে অনুভব করেছি। সামুই একমাত্র যায়গা, যেখানে শিক্ষিত মানুষরা জেনারেল হতে চান না; মিলটারীতে সবাই জীবনে একবার জেনারেল হওয়ার জন্য প্রাণ দিতে প্রস্তুত।
সামুকে দেশের আইন ও ব্যবসায়িক নিয়ম কানুন মেনেই এই বিরাট অর্গেনাইজেশন চালাতে হয়, সেটা আমরা বুঝি; এবং সামুও জানেন যে, এটা সাধারণ কোন ব্যবসা বা কর্পোরেশন নয়, দেশের সবচেয়ে বেশী চিন্তাশীল মানুষদের সমন্ময় ঘটিয়ে, মানুষের মননের ব্যবসা: কবি, সাহিত্যিক, সায়েন্স, টেকনোলোজী, রাজনৈতিক, ধর্মীয় মনোভাবের মানুষদের এক মিলন-মেলার সমন্ময় করা।
সামুর প্রতি অনুরোধ থাকবে, যাঁরা জেনারেল হয়ে আছেন, মনোকষ্টে আছেন, তাঁদেরকে পুনরায় আরেকটা চান্স দেয়ার জন্য; সুযোগ পেলে তাঁরা নিশ্চয় সুযোগের গুরুত্ব বুঝবেন; তাঁরা নিজের প্রিয় ব্লগ সামুকে ঝামেলায় ফেলবেন না; সামুকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬