১৯৭২ সালে ছাত্র রাজনীতি বন্ধ করার ১ম সুযোগ এসেছিল স্বাধীন বাংলাদেশে; তখন ছাত্র রাজনীতির দরকার ছিলো না আর, দরকার ছিলো উন্নত মানের সায়েন্টিস্ট, আবিস্কারক, ডাক্তার, ইন্জিনিয়ার, ম্যানেজমেন্ট পার্সোনেল, দক্ষ শিক্ষিত শ্রেণী তৈরি করার; শেখ সাহেব বুঝতে পারেননি, তিনি সেই সুযোগ নিতে পারেননি, উনাকে এজন্য বিশালভাবে মুল্য দিতে হয়েছে। উনাকে পরিবারসহ সরিয়ে দেয়ার পর, ছাত্রলীগের ট্রেনিং-প্রাপ্ত ২০ হাজার "বিএলএফ" সদস্য যদি রাজধানী দখল করে নিতো, হত্যাকারীরা বাতাসে মিশে যেতো; কিন্তু তারা তা পারেনি; তারা আসলে কোন শক্তি ছিলো না, ছিলো সমস্যা-সৃস্টিকারী হিসেবে।
ছাত্র রাজনীতি একটি ভুল টার্ম, ছাত্র মানে ছাত্র, এদের থেকে সায়েন্টিস্ট, আবিস্কারক, ডাক্তার, ইন্জিনিয়ার, ম্যানেজমেন্টের লোকজন, দক্ষ শিক্ষিত শ্রেণী তৈরি হওয়ার কথা; রাজনীতি করার কথা শিক্ষিত ও প্রফেশানেলদের, যারা নিজ আয়ে চলতে পারেন। ছাত্র রাজনীতিবিদ বলতে যা বুঝায়, এরা না ছাত্র; না রাজনীতিবিদ; আসলে এরা পেটোয়া বাহিনী, আলংকরিক নাম হচ্ছে, "ছাত্র রাজনীতিবিদ"।
রাজনীতি হচ্ছে ভয়ংকর কঠিন সাবজেক্ট, ইহা হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স, সোস্যাল সায়েন্স, পলিটিক্যাল ইকোনমি, অর্থনীতি, ফাইন্যান্স, লজিক, আইন, ফিলিসোফী, সায়েন্স ও টেকনোলোজিক্যাল বিদ্যার সন্মিলিত নলেজ; এটা চা দোকানে শেখ হাসিনা ও বেগম জিয়ার বক্তৃতা নিয়ে আলোচনা, সমালোচনা নয়; ইহা মহাবিদ্যা, দেশ ও জাতি চলানার বিদ্যা।
আমাদের স্বাধীনতা যুদ্ধে, বর্তমান ছাত্র সংগঠন শিবিরের পুর্বসুরী ইসলামী ছাত্র সংঘ, রাজাকার ও আলবদর নাম নিয়ে, পাকীদের সাথে মিশে, ইতিহাসের ভয়ংকর হত্যাকান্ড চালায়; এরপর, জাতির টনক নড়ার কথা ছিলো; কিন্তু জাতি এনালাইটিক্যালী ভাবার পজিশনে নেই!
২০১৫ সালে বেগম জিয়ার ৯১ দিনের তান্ডব, বেগম জিয়ার জন্য পরাজয় নিয়ে আসে; তিনি ঘরমুখী হন, তাঁর ছাত্র পেটোয়া বাহিনী বল হারায়; ২০১৩ সালে শিবির পুরো দেশে গেরিলা আক্রমণ চালায়; চাপের মুখে তারা এখন সন্মুখে নেই; কিন্তু সময় মতো বেরিয়ে আসবে; এরা তেলে পোকার মতো, সব দুর্যোগের পরও টিকে থাকে। এই মহুর্তে ছাত্রলীগের শক্তি কোনভাবে শেখ হাসিনার সাহায্য করছে না; উহার প্রয়োজনীয়তা ফুরায়েছে; এখন উহার একমাত্র কাজ হচ্ছে, শিক্ষা প্রতিস্ঠানসমুহে ব্যবসা করা। এই ৩ পেটোয়া বাহিনী এখন দুর্বল পজিশনে আছে!
এদের সবার থেকে এখন পেটোয়া শক্তি কেড়ে নেয়ার দরকার; আমাদের দরকার সায়েন্টিস্ট, আবিস্কারক, ডাক্তার, ইন্জিনিয়ার, ম্যানেজমেন্ট প্রফেশানেল, দক্ষ শিক্ষিত শ্রেণী; পেটোয়া বাহিনীর অবসান হওয়ার দরকার। শেখ হাসিনা যদি সময় না বুঝেন, উনাকেও হয়তো ক্ষতিপুরণ গুনতে হতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭