আপনাদের মতো, আমিও ফরহাদ মাজহারের ঘটনাবলী অনুসরণ করছি, এবং বিশালভাবে হতাশ হচ্ছি ভেবে যে, সাধারণ মানুষ কিভাবে এই দেশে বসবাস করবে? একমাত্র আফ্রিকার কিছু দেশ, কলম্বিয়া ও মেক্সিকোতে এই ধরণের ঘটনা ঘটতে পারে; ৩০ লাখ মানুষের প্রানের বিনিময়ে অর্জিত এই দেশে এইসব ধরণের ঘটনা সত্যি কল্পনার বাহিরে; এত বড় মুক্তিযুদ্ধের পর, এসব বিষাক্ত মানুষেরা কি করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করলো?
প্রথমেই বলতে হয়, ফারহাদ মাজহার সাহেব সম্পর্কে আমার মনোভাব খুবই খারাপ; উনি নিজকে "কম্যুনিস্ট মনোভাবের" লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন; বামপন্হী নয়, প্রগ্রেসিভ নন, সোস্যালিস্ট নন, সোজাসুজি "কম্যুনিস্ট মনোভাবের" লোক! ব্যাপারটা হলো, পড়ালেখার শুরু পিএইচডি থেকে শুরু করার মতো; তাই, আমি কোনদিন উনার কোন লেখা পড়ে দেখার দরকার মনে করিনি; আসলে, টিভি'তে উনার কথাবার্তা শুনার পর, আমার ধারণা উনি শফিকুর রেহমান ইত্যাদির মতো ফ্রড, এনজিও ফেনজিও নিয়ে ফ্রডের মাঝে ডুবে থাকে। উনি নাকি ভোর রাতে উঠে লিখেন; কি নিয়ে লেখেন উনি? কোন ব্লগার কি কোনদিন পড়েছেন, পড়ে থাকলে আমাদেরকে কিছু আইডিয়া দিতে পারবেন?
আমার জানা মতে উনি বেগম জিয়াকে '৯১ দিনের তান্ডবের' সময় বুদ্ধি মুদ্ধি দিয়েছিলেন; উনার বুদ্ধি যদি ফলটল দিয়ে থাকে, তাহা হলো, বেগম জিয়ার ১ দফা এখনো চলছে অনিদ্দিস্ট কালের জন্য। তার আগে, উনি মনে হয়, শাহবাগের গণজাগরণ মন্চের বিপক্ষে কিসব কথা মথা বলেছিলেন; এবং হেফাজতে অনেক সভায় বক্তব্য রেখেছেন।
যাক, উনি যাই বলেন, যা করেন, এগুলোই ঢাকার এলিটদের জীবন; উনার মতো লোকজনেরাই আমাদের দেশের জন্য এলিট। এই এলিট মাজহার সাহেবকে গতকাল কারা যেন প্রায় গুম করে ফেলেছিল; পুলিশের একাংশ কোন প্রকার তদন্ত ফদন্ত ছাড়াই বলে দিয়েছে যে, এটা "নাটক"। সারা দেশের লোক টিভিতে দেখেছে পুলিশ বলেছে এটা "নাটক"; এখন, এটাকে নাটক ধরে নিয়েই তদন্ত চলতে থাকবে; ফলাফল, তদন্তের আগেই ফলাফল নির্ধারিত।
এই ধরণের ভয়ংকর ঘটনাকে সাধারণ মানুষ অনেকভাবে নিতে পারে, বিতর্কিত করতে পারে; কিন্তু পুলিশ বা সরকার বিনা তদন্তে কি তা করতে পারে? দেশে এসব এলিটদের এই অবস্হা, এখন ভাবুন বাকীদের কি অবস্হা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪১