১৯৭৪ সালে বাংলাদেশ ভ্রমণের পর, মার্কিন ফরেন সেক্রেটারী কিসিন্জার বাংলাদেশ সরকার সম্পর্কে বলেছিল, "বাংলাদেশ একটি তলাহীন ঝুঁড়ি"; একজন বাংগালী হিসেবে, আমাদের জন্মভুমিকে নিয়ে এই অপমানকর বাক্যটি আমরা শুনতে চাইনা; দেশপ্রেম দেখাতে গিয়ে, অনেক ব্লগারই আজকাল লেখেন, "আজ বাংলাদেশ আর তলাহীন ঝুঁড়ি নয়, এসে দেখে যাও"; কিসিন্জার আর হয়তো আসবে না, থাকে নিউইয়র্কে; আর যদি সে এক বৃস্টির সকালে ঢাকা আসে, সে দেখবে যে ঢাকার তলা দিয়ে পানিও সরে না, টাকা পয়সা আর রিলিফের মালের কথা পরে; বুঝবে ঢাকা ও চট্টগ্রাম শহরের তলা আছে!
জাতির ঘাঁড়ে এখন আনুমানিক ৩৫ বিলিয়ন ডলার ঋণ; এই ঋণ কখন, কোন প্রজেক্টে নিয়েছে আপনি জানেন? ৩৫ বিলয়নের বার্ষিক সুদ ও প্রিন্সিপাল হিসেবে কত দিতে হয় জানেন? কোথা থেকে দেয় সেটা জানেন? এই ৩ প্রশ্নের উত্তর না জানলে, কিন্তু আপনার নিজের তলারও খবর নেই!
জাতিকে সম্পদ সৃস্টি করতে হয় ক্রমাগতভাবে, কারণ লোক সংখ্যা ও খরচ বাড়ছে ক্রমাগতভাবে; আমাদের জাতীয় ব্যাংক ৩টি গত ৪৭ বছরে সম্পদ সৃস্টি করেছে, নাকি সম্পদ বিলীন করে দিয়েছে? বাংলাদেশ বিমান বারবার নতুন উড়োজাহাজ কেনার পর, জাতীয় সম্পদ বাড়িয়েছে, নাকি ক্ষতিতে নাম লিখায়ে বাজেটের টাকা কমায়েছে? সরকারের ১২ লাখ একর জমি ছিল, উহা কি আছে? রেলওয়ের খবর কি? ইহাতে সম্প্রতি কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে; কোন সুসংবাদ আছে? সুসংবাদের মাঝে একটাই আছে, রেলমন্ত্রীর মেয়ে হয়েছে! বিআরটিসি বাসে লাভ কত?
মানুষ নিজের বউয়ের নাকফুল, হাতের চুড়ি, বাবার আর শ্বশুরের ঘরের ভিটা বিক্রয় করে আজ ৩৭ বছর সৌদী, মালয়েশিয়া, ইউরোপ ও আফ্রিকা যাচ্ছে, ইহা কি ঝুড়ির তলা দিয়ে যাচ্ছে, নাকি ঝুড়ির থেকে টাকা নিয়ে যাচ্ছে? ঝুড়ির তলা কোথায়? বেগম জিয়া, শেখ হাসিনা, সাইফুর রহমান ও মুহিত বলে, "আমরা আজকে তলাহীন ঝুড়ি নই"; তাদের সাথে সুর মিলায়ে বসুন্ধরা, ওরি্যন, ফালু আর ওয়ায়দুল কাদেরও বলেন, "তারে নারে না, আজকে আমরা তলাহীন ঝুড়ি না" ; কিন্তু আপনি কিভাবে বলছেন যে, ঝুঁড়ি আজকে আর তলাহীন নয়? বৃস্টির দিনে ঢাকার রাস্তায় হাঁটেন আর হ্রদের ঢেউ দেখে কবিতা লেখেন?
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৬