সোমালিয়া, কংগো, সুদানে দাংগার সময় দাংগাকরীরা রেডক্রসকেও রিলিফ বিতরণ করতে দেয় না কখনো; স্হানীয় রিলিফের কথা ভুলে যান। সিরিয়ায় বাশারের লোকেরা রেডক্রসকে নিজেদের দখলকৃত এলাকায় ঢুকতে দেয় না। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন পুর্ব পাকিস্তানে লাখ লাখ বাড়ী পোড়ায়ে দেয়ার সময় পাকিস্তান সরকার কোন বিদেশী সংস্হাকে রিলিফ দিতে অনুমতি দেয়নি।
এখন বাংলাদেশে রাংগামাটিতে আপনি যদি রিলিফ দিতে যান, আওয়ামী ক্যাডারেরা আপনাকে রিলিফ দিতে দিবে না; যত রিলিফ যাবে, সেটা স্হানীয় এমপি হয়ে যেতে হবে, আওয়ামী লীগ হয়ে যেতে হবে; ব্যক্তিগত রিলিফ সেখানে গেলে, এমপি ও স্হানীয় আওয়ামী লীগের বাহিরে, কোন ব্যক্তির সুনাম হতে পারে, এটা সহ্য করার অবস্হানে নেই আওয়ামী লীগ; বিশেষ করে সামনে ভোট আসছে। এতে দুর্যোগ গ্রস্তরা অবশ্য সাহায্য বন্চিত হবে; তা হোক, জীবনে মরণে এখন আওয়ামী লীগ।
বিএনপি রিলিফ দিচ্ছে? এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা। ওরা আমেরিকান বা ইউরোপিয়ান রিলিফ বিতরণ করছে না, নিজের পকেটের পয়সা দিতে চাচ্ছে! বিএনপি ক্ষমতায় থাকার সময় "দারিদ্রতা বিমোচনের" হাজার হাজার কোটী কোথায় গেছে? বন্যা ও সাইক্লোনের রিলিফ কোথায় গেছে? হাজার হাজার কোটী টাকায় ঢাকায় হাজার ইলিয়াস আলীর বাড়ী উঠেছে, বিএনপি পল্লী হয়েছে; ফালু, কোকো, তারেক ব্যবসায়ী হয়েছে; এখন লাভের টাকার থেকে ২পয়সার রিলিফ দিতে গেছে?
আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক বেশী পরিমাণ রিলিফ দেবে সেখানে; ওরা সরকারী টাকা থেকে রিলিফ দিচ্ছে ও দিবে; এবং ক্যাডারেরা সেখান থেকে "দুর্যোগে ক্ষতিগ্রস্ত" হিসেবে নিজেরাও রিলিফ পাবে; ফেনীর আওয়ামী লীগ ক্যাডারের বাড়ীর ঠিকানা হয়ে যাবে রাংগামাটিতে ও কক্সবাজারের পাহাড়ী এলাকায়।
বিএনপি চেস্টা করে যাচ্ছে ফুটা ফাটা দিয়ে যায়গা করে নেয়ার জন্য; রিলিফ দেয়া তাদের আসল উদ্দেশ্য নয়, একটু জনসমক্ষে আসার প্রচেস্টা; যাক রিলিফ না দিয়েও জনসমক্ষে এসেছে, ছোটখাট মার খেয়ে। বিএনপি কি জানতো না যে, ওরা রিলিফ দিতে ওখানে গেলে তাদেরকে বাধা দেবে? অবশ্যই জানতো, জেনেশুনেই ওখানে গেছে সামান্য বিনিয়োগ করতে। ভালো যে, হাছান মাহমুদের লোকেরা লাঠি সোটা নিয়ে বের হয়ে এসে পিটায়েছে; তা না'হলে ট্রাকের কাঁচ ভাংগার জন্য আবার লোক ভাড়া করা লাগতো হয়তো বিএনপি'র নেতাদের!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪