বালোনিয়া ইউনিভার্সিটি, ইতালী:
ইতালীর বালোনিয়া শহরে ১০৮৮ সালে প্রতিস্ঠিত হয়েছে এই ইউনিভার্সিটি; বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৮৪ হাজার; ৩০ হাজার ছাত্রছাত্রী পোস্ট-গ্রাজুয়েট প্রোগ্রামে আছে। শুরুতে মেডিসিন, আইন ও ধর্মীয় বিষয়ে পড়ানো হতো; এখন সব বিষয় পড়াচ্ছে!
অক্সফোর্ড ইউনিভার্সিটি, বৃটেন:
১০৯৬ সালে, বৃটেনের অক্সফোর্ড শহরে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখান থেকে, আজ অবধি ৬৪ জন নোবেল পুরস্কার পেয়েছেন, ২৭ জন বৃটিশ প্রাইম মিনিস্টার হয়েছেন; আধুনিক পদার্থবিদ স্টিফেন হকিং এই ইউনিভার্সিটির ছাত্র; বর্তমানে সাড়ে ২২ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে।
সালামাংকা ইউনিভার্সিটি, স্পেন:
এই ইউনিভার্সিটি মাদ্রিদের পশ্চিমে অবস্হিত সালামাংকায় ১১৩৪ সাল প্রতিষ্ঠা করা হয়েছিল; বর্তমানে সাড়ে ৩০ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে। খ্রীস্টোফার কলম্বাস তার বিশ্ব ব্যাপি সমুদ্রপথ আবিস্কারের জন্য প্রয়োজনীয় সাপোর্ট পাবার আশায় এখানকার শিক্ষকদের কাছে নিজের প্ল্যান তুলে ধরেছিলেন।
প্যারিস ইউনিভার্সিটি, ফ্রান্স:
প্যারিস শহরে ১১৬০ সাল থেকে এই ইউনিভার্সিটি কাজ শুরু করেছে; বর্তমানে সাড়ে ৪২ হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছেন এখানে। এ যাবত ৪৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন।
ক্যামব্রীজ ইউনিভার্সিটি, বৃটেন:
অক্সফোর্ডের কিছু শিক্ষক ১২০৯ সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্টা করেন; বর্তমানে সাড়ে ২০ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে; পড়ালেখার দিক থেকে অক্সডোর্ডের সাথে এই ইউনিভার্সিটি প্রতিযোগীতা করে চলছেন এখনো; এবং র্যাংকিং'এ অক্সফোর্ড থেকে উপরে আছে এ বছর।
পাদুয়া ইউনিভার্সিটি, ইতালী:
ইতালীর পাদুয়া শহরে ১২২২ সাল থেকে এই ইউনিভার্সিটিতে পড়ালেখা চলছে; বর্তমানে সাড়ে ৬০ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন এখানে। প্রথম থেকে এই ইউনিভার্সিটি সায়েন্সের উপর জোর দিতে থাকে; মেডিসিন, এ্যাস্ট্রোনোমী, রসায়ন, পদার্থৈদ্যা ও আইন পড়াতেন প্রথম থেকেই।
কয়েমব্রা ইউনিভার্সিটি, পর্তুগাল:
এই ইউনিভার্সিটি কাজ শুরু করে ১২৯০ সালে; বর্তমানে এই ইউনিভার্সিটিতে ২৫ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন। ইতালী, স্পেন ও পর্তুগাল কাছাকাছি হলেও, পুরাতন আমলে এই ইউনিভার্সিটিটি পর্তুগালের একমাত্র সায়েন্স সেন্টার ছিলো।
আল আজহার ইউনিভার্সিটি, মিশর:
আরব এলাকায় সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাত এই ইউনিভার্সিটি ৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়; এটি এখনো মুলত ইসলামী শিক্ষার সেন্টার; শুরু হয়েছিল মাদ্রাসা হিসেবে; ১৯৬১ সালে ইউনিভার্সিটির মর্যদা পায়। এখন সেখানে সব আধুনিক বিষয়ও যুক্ত করা হয়েছে। বর্তমানে এই ইউনিভার্সিটিতে ৮০ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৪