গরীব দেশের বাজেটের প্রিনসিপল হলো, প্রতিজন নাগরিকের জন্য সুষম সুযোগ ও সম্পদ সৃস্টির করা; বিনিয়োগকৃত টাকা যেন অবশ্যই জাতির জন্য লাভসহ নতুন সম্পদের সৃস্টি করে।
ভ্যাটিক্যান হচ্ছে রোম নগরীর মাঝখানে একটি ছোট দেশ, পোপের অধীনে প্রশাসন চলে; লোক সংখ্যা ৮৪০ জন; তার মাঝে ৪৫০ হচ্ছেন নাগরিক; গতবারের বাজেট ছিল ৩২৬ মিলিয়ন ডলার; মাথাপিছু বাজেট ছিল ( ৩২৬ মিলিয়ন/ ৮৪০) ৩ লাখ ৮৮ হাজার ডলার; টাকায় মাথাপিছু ৩ কোটী ১০ লাখ; এজন্য হয়তো নাগরিকেরা পোপকে এত ভালোবাসেন।
আমাদের মুহিত সাহেব আমাদের প্রতি বাংগালীর জন্য খরচ করবেন ( ৪০০২৬৬,০০০০০০০/১৭০০০০০০০) ২৩৫৪৫ টাকা, যদি কাউকে বেতন না দেয়া হয়; অর্থাৎ মুহিত সাহেব বেতন নেবেন না, শেখ হাসিনা বেতন নেবেন না, ওবায়দুল কাদের, রওশন এরশাদ, মেনন, মতিয়া, প্রাইমারী স্কুলের শিক্ষক, তিতাস গতাসের মিটার রীডার, সাবরেজিস্টার, বড় দারোগা সাহেব, কেহই যদি বেতন না নেন, তা'হলে ২৩৫৪৫ টাকা; যদি উনারা বেতন নেন, মাথাপিছু টাকা থাকবে অর্ধেক, ১১,৭৭২ টাকা; যান আপনি এবার খরচ করেন; নর্থ সাউথের যেকোন গড় ছাত্রের ১ মাসের খরচ।
এবার সুুইজারল্যান্ডের অবস্হা দেখেন, লোক সংখ্যা ৮২ লাখ, বাজেট ৩১৬ বিলিয়ন ডলার; মাথাপিছু ডলারে খরচ ৩৮,৫৪০ ডলার; টাকায়, ৩০ লাখ ৮৩ হাজার টাকা; কিন্ত সুইসদের মাথপিছু আয় প্রায় ৬০ হাজার ডলার।
আমরা ভ্যাটিকানের নাগরিক নই, সুইস নই, সামান্য বাংগালী; মুহিত সাহেব আমাদের প্রতিজনের জন্য খরচ করবেন ১১,৭৭২ টাকা, যদি তিনি হাতে পান ৪ লাখ ২৬৬ কোটী টাকা; পুরো টাকা না পেলে? না পেলে, সরকারী বেতন ও সরকারী ব্যয়ের পর যা থাকে, তা তিনি ব্যয় করবেন।
মাথপিছু টাকা খুবই কম, হয়তো গড়ে মাথাপিছু ৫০০০ টাকা খরচ হবে সাধারণ মানুষের জন্য; বর্তমান বিশ্বে ইহা একজন বাংগালীর জন্য খুবই কম খরচ, এই টাকায় যদি কিছু করতে হয়, সুইস বা ভ্যাটিকান স্টাইলে খরচ করা যাবে না; হতে হবে খুবই বুদ্ধিমান; আমি আপনার কথা জানি না, আপনি কি রকম বুদ্ধিমান; আপনাকে ভাবতে হবে, ৫০০০ থেকে ১২ হাজারের মাঝে প্রতিটি বাংগালীর জন্য সুযোগ সৃস্টি করতে হবে, সম্পদের সৃস্টি করতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩