আমাদিগকে দেশের রাজনীতি, অর্থনীতি ও ফাইন্যান্স অবশ্যই বুঝতে হবে, বুঝার চেস্টা করতে হবে; রাজনীতি ও দেশের ফাইন্যান্স মানুষের জীবনকে কন্ট্রোল করছে। দেশের যেই ৫০%কে কৌশলে পড়ালেখা করতে দেয়া হচ্ছে না; তাঁরা রাজনীতি ও দেশের ফাইন্যান্স বুঝার অবস্হানে নেই, তাঁরা চেস্টা করলেও বুঝতে পারবেন না।
সালমান রহমান যদি নতুন এয়ার লাইন্স খুলতে চায়, কর্ণেল ফারুক যদি নতুন পাওয়ার স্টেশন বসাতে চায়, তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করে; গ্রামের এক ছেলে যদি দুবাই যেতে চায়, সে বাবাকে তার চাষের জমি বিক্রয় করতে বলে, বউয়ের বাবার কাছে টাকা দাবী করে, বসতভিটা বন্ধক রাখে; একই দেশের নাগরিকেরা বিবিধভাবে তাদের ফাইন্যান্সিয়াল নিয়ে অগ্রসর হয়ে থাকেন; এই বিশাল পার্থক্যকে অনুধাবন করা খুবই দরকারী।
কর্ণেল ফারুক সাহেব ও মুহিত সাহেব হোটেল সোনার গাঁ'য়ে বসে আলাপ করেন; গ্রামের ছেলে দুবাই যেতে গিয়ে ল্যান্ড করে লিবিয়ায়; তারপর নৌকায়, ভুমধ্যসাগরের মাঝখানে।
মুহিত সাহেব ৪ লাখ ২৬৬ কোটীর বাজেট প্রস্তাব করেছেন; এত টাকা কোথায় খরচ হবে, কিভাবে আয় হবে, বুঝার দরকার আছে; আপনি কিভাবে বুঝতেছেন, লিখুন; রাতে আপনাদের লেখা পড়তে চাই, লিখুন।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩