ভারতীয় শহর
সারা পৃথিবীর মানুষের জন্য আজকে একটি দু:খজনক-দিন; প্যারিসে গঠিত "জলবায়ু পরিবর্তন গ্রুপ" ( গ্লবেল ওয়ার্মিং) থেকে আমেরিকা আজ বের হয়ে গেলো; আমেরিকা আজ সিরিয়া ও নিকারাগুয়ার দলে চলে গেলো; এতে চীন, ভারত, রাশিয়ার মত "পলুটিং দেশ"গুলো বিনা বাধায় আমাদের গ্রহের বায়ুমন্ডল, পানি ও মাটিকে বিষাক্ত করার লাইসেন্স পেয়ে গেলো। ট্রাম্প ভয়ানক সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে নিজেই; সাথে সাথে আমাদের গ্রহকেও ভয়ানক সমস্যার মাঝে ঠেলে দিলো; এতে বিশ্বের ৩ নব্য ক্যাপিটেলিস্ট দেশ কোনরূপ জবাবদিহিতা ব্যতিত তাদের ইন্ডাস্ট্রিয়েল বজ্যকে আকাশে, পানিতে ও ভুমিতে ছেড়ে দেবে।
ট্রাম্প বাচ্চা ছেলের মতো যুক্তি দিচ্ছে যে, ভারত, চীন, রাশিয়া যদি কয়লা ব্যবহার করে, আমেরিকা কেন করবে না? এতদিন উত্তর ছিলো, আমেরিকা সায়েন্স ও টেকনোলোজীতে ওদের চেয়ে উন্নত, ও আমেরিকা বিশ্বের জন্য মডেল; এখন সেটা আর বলার দরকার নেই, তারা ভারত ও চীনাদের লেভেলে নেমে আসলো।
ট্রাম্প বলেছে যে, গ্লোবেল-ওয়ার্মিং হচ্ছে সায়েন্টিস্টদের ভয়, ইহা আপাতত অমুলক; এতে বিশ্বাস করে আমেরিকান উৎপাদনে অনেক বেশী খরচ হচ্ছে, আমেরিকা কিছুতেই চীনা উৎপাদনের সাথে প্রতিযোগীতায় টিকছে না।
এদিকে রাশিয়ার নব্য ক্যাপিটেলিস্টরা বিশ্বের কোন নিয়ম কানুন না মেনে আমেরিকা ও সোভিয়েতের পুরানো উৎপাদনশীল টেকনোলোজী ব্যবহার করে বাজার ধরার জন্য কমদামে পণ্য উৎপাদন করছে! ভারতের বেলায়, ভারত উৎপাদনের কোন নিয়মই মানে না।
আফ্রিকা ও দক্ষিণ আমােরিকার লোকজন কোন কিছু তেমন উৎপাদন না করেও দুষিত বাতাসে নিশ্বাস নেবে, সমুদ্রের বিষাক্ত মাছ খাবে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:৪৫