বুয়টের ছাত্ররা নিউইয়র্ক শহরের ঘরবাড়ীর দেখাশোনা করছেন, যাতায়ত ঠিক রেখেছেন, ব্রীজ বানাচ্ছেন, মেরামত করছেন; তা'হলে পদ্মাসেতু চীনারা বানাচ্ছে কেন, বুয়েটের গুলো কোথায়? ৪৬ বছর পরও কি আমাদের প্রকৌশলীদের দরকারী অভিজ্ঞতা হয়নি দেশের টাকায় দেশের ব্রীজ বানানোর? ধরলাম গত ৫/৭ বছরের ছাত্রগুলো ফাঁস-করা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, ইয়াবা বেশী খাচ্ছে, কবিতা বেশী লিখছে, ডর্মে জুয়া খেলছে, ছাত্রলীগ, ছাত্রদল ও শিবির করছে; কিন্তু ১৯৯০ সালের গুলো কোথায়? উনাদের অভিজ্ঞতা তো ২৫/২৬ বছর হয়ে গেছে! আসল কথা হলো তারা পারছে না, পারছে চীনারা।
আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব ঢাকা মেডিক্যালের জিপিএ-৫'দের উপর আস্হা রাখেননি আপনারা দেখেছেন; বর্তমান প্রেসিডেন্ট সামান্য সাধারণ চেক-আপের জন্য জার্মানী অবধি গিয়েছেন; তিনি সব চিকিৎসা করান সিংগাপুরে; শেখ হাসিনা যান আমেরিকা; মানুষজন যান ভারত; যাদের টাকা নেই তারা তাবিজ কিনেন, কিংবা ঢাকা ইউনিভার্সিটি'র মেয়ের মত ভুল চিকিৎসায় প্রাণ হারান কিংবা টাকা হারান।
আমাদের এক ব্লগার মনে হচ্ছে পেশায় ডাক্তার, গতকাল ব্লগ মাথায় তুলেছেন, উনার আঁকা ছবি নাকি অন্য এক ব্লগার কপি করে ফেলেছেন; এটা কি ডাক্তার, নাকি পিকাসো? ডাক্তার হওয়ার সময় পড়ালেখা কি করেছেন কে জানে, ভালো চিত্রকর হয়ে গেছেন!
বুয়েট ও ঢাকা মেডিক্যাল হলো আমাদের সবচেয়ে সিরিয়াস পড়ালেখার লোকজন; এদেরকে অনেকে "জিনিয়াস" বলেন, আমি অতদুর যেতে চাইনি, অন্যদের তুলনায় ভালো ছাত্র বলা যায়; তাদের ৪৬ বছরের অবদান হচ্ছে, পদ্মা বানাচ্ছে চীনারা, আর চিকিৎসা করছে ভারত ও থাইল্যান্ড। এবার ভাবুন দেশ চালাচ্ছে কারা?
দেশ যারা চালাচ্ছেন, এরা তো কোনদিন ক্লাশেও যাবার সুযোগ পাননি, কস্ট করে, সর্বাধিক মধুর ক্যান্টিনে পৌঁছেছেন; কোন সাবজেক্টে নাম লেখায়েছিলেন, সেটাও ঠিক মতো মনে রাখতে পেরেছিলেন কিনা কে জানে! বুয়েটেরগুলো না পারলে চীনারা কাজ চালাচ্ছে, ঢাকা মেডিক্যালেরগুলো না পারলে ভারত ও থাইল্যান্ড আছে, মধর ক্যান্টিনেরগুলো না পারলে, তখন কারা চালাচ্ছে?
মধুর ক্যান্টিনেরগুলো কিছু না পারলেও, তাদের বিকল্প নেই; তারা যা পারে, সেটাই চালাচ্ছে; বোয়িং এর যুগে গরুর গাড়ী, সেটাই আমাদের সরকার, ব্যুরোক্রেট ও পার্টির লোকজন!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ রাত ৮:১৭