মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন
যদি প্রশ্ন করা হয়, ইসলামে নারী নেতৃত্ব নিয়ে কি বলা হয়েছে, ১৬০ কোটী উত্তর পাওয়া যাবে; এবং নিশ্চিত থাকতে পারেন যে, প্রতিটি উত্তর হয় ভুল, না হয় অপ্রতুল হবে; কারণ, যারা উত্তর দেবেন, তারা ইতিহাসের নায়ক নায়িকা নন; নীচের নারীগণ মুসলিম প্রধান দেশ সমুহে সাম্প্রতিক সময়ে সরকার প্রধান আছেন, কিংবা ছিলেন, এরাই ইতিহাসের নায়িকা; এঁদের কর্মকান্ডই সেই সময়ের জন্য বিধি ছিল, কিংবা আছে:
১) বেনজীর ভুট্টো (১৯৮৮ -১৯৯০ সাল): পাকিস্তানের প্রধানমন্ত্রী; পুরোপুরিই অসফল। বাবার ফাঁসির কারণে বিশাল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসেন; দুর্নীতি ও চুরির অপরাধ মাথায় নিয়ে সরে যান; অপরাধের কারণে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হন।
২) বেগম খালেদা জিয়া (১৯৯১-১৯৯৬, ২০০১-২০০৬): বাংলাদেশের প্রধানমন্ত্রী; পুরোপুরি অসফল। পারলামেন্ট ২ বার বিরোধীদলের নেত্রী, কোন বিল আনতে পারেননি।
৩) শেখ হাসিনা(১৯৯৬-২০০১, ২০০৮- চলমান), বাংলাদেশের প্রধানমন্ত্রী; আংশিকভাবে সফল; তবে, বিতর্কিত; ২ বারের বিরোধীদলের নেত্রী, পার্লামেন্টে কোন বিল আনতে পারেননি; পার্লামেন্টকে পার্টির ক্লাব হিসেবে ব্যবহার করে আসছেন।
৪) তানসু সিলের(১৯৯৩-১৯৯৬ ), তুরস্কের প্রধানমন্ত্রী; সফলতা ছিল অনেক; অন্য অনেক পদে ছিলেন, জনপ্রিয় ছিলেন।
৫) মেঘবতী সুকর্ণপুত্রী(২০০১-২০০৪), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন; বাবার বিশাল জনপ্রিয়তার কারণে মানুষ খুবই আশাবাদী ছিলেন, সফলতার ইতিহাস আছে অনেক; সমাজতান্ত্রিক মনোভাবের জন্য ব্যবসায়ীদের সমর্থন হারান।
৬) রোজা ওতুনবায়েভা(২০০১-২০১১), কিরগিজস্তানের প্রেসিডেন্ট, তেমন কোন সফলতা ছিল না, প্রশাসন ছিল ভয়ানক দুর্নীতিবাজ , গণরোষের সন্মুখীন হন।
৭) আতিফেত জাহজাগা (২০১১ - চলমান), কসোভোর প্রেসিডেন্ট, এখনো পপুলার, মোটামুটি সাফল্যের কোন কাহিনী নেই।
৮) মিরিয়াম সিডিব(২০১১-২০১২), মালীর প্রধানমন্ত্রী, ইসলামী মনোভাবের পার্টি সমুহের সমর্থন হারান সহজেই, স্বল্প সময় ছিলেন।
৯) আমিনাতা তুরে২০১৩-২০১৪ ) সেনেগালের প্রধানমন্ত্রী; কম সময়ের জন্য ক্ষমটায় ছিলেন, গোত্রদের মাঝে সমন্ময় ঘটাতে পারেননি; সামান্য সফলতা ছিল।
১০) সাইবেল সিবার(২০১৩-২০১৩), উত্তর সাইপ্রেসের প্রধানমন্ত্রী; ৩ মাসের মতো ক্ষমতায় ছিলেন; তুরস্কের এরেদেগান সাইবেলকে অপছন্দ করায় সরে যেতে বাধ্য হয়।
১১) আমেনাহ গারিব(২০১৫- চলমান) মরিসাসের প্রেসিডেন্ট; বেশ জনপ্রিয়; চেস্টা করছে ইউরোপের সাথে মিলেমিশে চলতে; সফলতা আছে।
নারীরা মায়ের জাতি, তাঁরা জাতিকে সন্তানের মতো দেখবেন; তাঁদেরকে সাপোর্ট দেয়ার দরকার; তবে, বাংলাদেশ ও পাকিস্তানে তাঁরা ভয়ানক উদাহরণের সৃস্টি করেছেন।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২