রাজ-কাহিনী, রূপ-কাহিনী কাটাপ্পা-মাটাপ্পা, বাহুবলী-রাহুবলী দেখেছেন, ভালো; আরো দেখেন, কিন্তু উহা নিয়ে এত হাউকাউ, ব্লা ব্লা কেন? সিনেমার শিল্প সমালোচনা করছেন? দুর, আপনি আবার কোনদিন থেকে সিনেমার সমালোচক হলেন! কোথাকার কার এক রূপ-কাহিনী নিয়ে নির্মিত সিনেমা নিয়ে লিখছেন! নাকি পয়সা দিয়ে দেখেছেন বলে, সবাইকে বলে বেড়াতে হবে?
বাংলাদেশে এসব সিনেমার বাজার দেখে, মানুষের মতিগতি অনুমান করা সহজ হচ্ছে, অবস্হা ভালো নয়; এসব সিনেমা মোটামুটি ব্যবসা মাত্র, এগুলোর পেছনে অন্য কোন কারণ নেই। এসব শিল্পি মিল্পি আমাদের কেহ নন, এরা আমাদের সংস্কৃতিরও কেহ নন; এসব কাহিনীও আমাদের সমাজের প্রতিফলন নয়; এগুলো কেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে? এর বাহিরে বিষয় পাওয়া যাচ্ছে না?
বাংগালীরা সিনেমা নির্মাণে দক্ষতা অর্জন করতে পারেননি; সবকিছুর মতো, আধুনিক সিনেমা শিল্পও শিখার বিষয়, অনেক টেকনোলোজী, কম্প্যুটিং, অনেক টেকনিক; কিন্তু সঠিক দক্ষতা অর্জন করতে পারেনি বাংগালীরা; তাদের তৈরি সিনেমা মানুষের জীবনের উপর কোনরূপ প্রভাব ফেলেনি এখনো। আমাদের সিনেমার লোকেরা কিভাবে এই সমস্যার সমাধান করবেন কে জানে!
আমি জীবনে কখনো সিনেমা নিয়ে কিছু লিখিনি; যারা লিখছেন তারা হয়তো এসব বুঝেন; তবে, কাটাপ্পা মাটাপ্পা নিয়ে লেখার কিছু আছে বলে আমার মনে হয় না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:০০