চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক বাড়ী ঘেরাও করেছে পুলিশ, গোলাগুলি চলছে, সন্দেহ করা হচ্ছে, সন্ত্রাসের সাথে যুক্ত লোকজন আছে ভেতরে; একটু আগে এক মহিলাকে বের করা হয়েছে, জীবিত কি মৃত বুঝা যায়নি; পুলিশ বলছে, ভেতরে আবু নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও ২ শিশু মেয়ে ছিল; সোয়াট অপারেশন চালাচ্ছে।
পুলিশ যখন জেনেছে যে, এই বাড়ীর লোক আবু একজন সন্ত্রাসী, ভেতরে বাচ্চাসহ বাড়ীটি কেন ঘেরাও করা হলো? পুলিশ জানার পর, আবু অথবা তার পরিবার কি বাতাসে মিশে যেতে পারতো পুলিশকে ফাঁকি দিয়ে? এই ধরণের ঘেরাও দিলে শিশু ২টি বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? কেন পুলিশ নিজেদের বাচ্চা ব্যতিত অন্য শিশুকে মেরে ফেলার জন্য প্রস্তুত?
পুলিশ জানার পর, ঘেরাও না করে, আবুকে বাড়ীর বাহিরে আটকানো সম্ভব কিনা? আমার মনে হয়, যেকোন ২ জন ইডিয়টও আবুকে বাড়ীর বাহিরে আটকাতে পারতো; শিশু ২ টিকে ঘরের আংগিনা থেকেও চুরি করে নিয়ে আসা সম্ভব ছিল; বাচ্চাগুলো যদি স্কুলে যায়, সেখান থেকে সাদা কাপড়ের পুলিশ তাদের নিয়ে যেতে পারতো, বাড়ীর থেকে বের হলে, সেখান থেকে নিয়ে যাওয়া যেতো। আবুর স্ত্রীর পরিবারের লোকদের ব্যবহার করে বাচ্চাদের আলাদা করে ফেলা সম্ভব। মানুষ পুলিশে গিয়ে ইডিয়টে পরিণত হয়, নাকি প্রায় বাংগালীই এই রকম ইডিয়ট?
আমি যখন আমাদের কোন পুলিশকে দেখি, আমি ভাবি, এই লোক কত লাখ টাকায় চাকুরী কিনেছে, কিভাবে এরা চলে! আমার কাছে একটা পুলিশকেও কোনদিন মানুষ বলে মনে হয় না, কেমন অদ্ভুত ফানী কিছুর মতো মনে হয়। কোনদিন মনে হয়নি যে, এদের কোন মানসন্মান, বুদ্ধি, বা জীবন আছে! একটা পুলিশ অফিসারও সঠিকভাবে ইংরেজী বলতে পারে না; কিন্তু কিভাবে সব ইংরেজী নাম বের করে, "অপারেশন ঈগল হান্ট"; এরা সবাই ঐশীর পিতা!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২