শেখ হাসিনা অনেক কিছু করছেন, জাতির যে অংশ উনার সাথে আছে, সেটা স্বাধীনতা যুদ্ধের কারণে আছেন, শেখ সাহেবের কারণে আছেন, উনার কারণে আছেন শুধু পার্টির সুবিধাভোগীরা; উনি জাতিকে আজও ঐক্যবদ্ধ করতে পারেননি। জেনারেল জিয়ার আকর্ষণে মানুষ উনার দিকে ধাবিত হয়েছিলেন, যেভাবে আগুনের প্রতি পতংগ ধাবিত হয়, মানুষ জানতো না যে, উনি কোথায় যাচ্ছেন; সবাই জানতেন যে, উনি মুক্তিযোদ্ধা, সঠিক পথেই থাকবেন; উনি সঠিক, নাকি বেঠিক পথে ছিলেন, বের করা কস্টকর হতে পারে; তবে, ছোট ১টা ব্যাপার লজিক্যালী ভাবুন, ৩০ জনের বেশী সেক্টর কমান্ডার ও ৫০ জনের বেশী মুক্তিযোদ্ধা অফিসার থাকার পর, সিআইএ'র বরপুত্র এরশাদকে কেন তিনি জেনারেল বানায়ে, শেষে সেনাবাহিনীর প্রধান করলেন; এবং তার সাহায্যে অকালে প্রাণ হারালেন!
যারা জিয়াকে অনুসরণ করেছিল, তারা বেগম জিয়ার সাথে ছিলেন; বেগম জিয়ার সবই আছে, নেই শুধু মেধা ও দক্ষতা; উনার লোকেরা উনাকে জিয়ার পথে পরিচালিত করেছে; সেটা মানুষের ঐক্য আনার পথ নয়, সেটা ছিল দেশে জামাত ও পাকিস্তানী মনোভাবের লোকদের ইউনিয়ন, যারা জাতির সম্পদ লোপাট করেছে।
দেশের মানুষ অর্থনৈতিক প্রতিযোগীতায় আছে বিশ্বের সাথে; ঢাকার জমির দাম নিউইয়র্ক থেকে বেশী, বসবাসযোগ্য এপার্মেন্টের ভাড়া নিউইয়র্কের অর্ধেকের কাছাকাছি; মাংস, দুধের দাম নিউইয়র্কের দামের সমান; ইলিশ মাছের দাম নিউইয়র্ক থেকে বেশী; গড়ে সাধারণ মানুষের মাসিক বেতন নিউইয়র্কের সাধারণ বাংগালীর ১ দিনের আয়ের থাকে কম। এভাবে কি মানুষ থাকতে পারে, এটা কি জীবন?
জাতির শুরুই ছিল অসম সুযোগের মধ্য দিয়ে; জেনারেল জিয়া এসে সেটাকে ক্যাপিটেলিজমের রূপ দিয়েছে; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা সেই পথে চলে, আজকের এই বাংলাদেশের সৃস্টি করেছে: যেখানে সেক্রেটারিয়েট এক বিরাট মসজিদ, এবং সেখানে জাতির প্রতিটি সরকারী চাকুরী ও প্রজেক্ট বিক্রয় হচ্ছে; ওখানে সাধারণ মানুষের প্রবেশাধিকারও নেই; ওখানে যারা যেতে পারছে, তারা জাতির ব্যবসা বাণিজ্য, সব ধরণের সুযোগ লুটে নিচ্ছে!
সাধারণ মানুষকে নিজ ঘরে, নিজ পরিবারে বাস করে জাতির জন্য শ্রম দিয়ে, সুখে শান্তিতে থাকার মত অর্থনীতি গড়ে তুলতে হবে; তাদেরকে বিদেশে ক্রীতদাসের মতো বিক্রয় করে, এবং "সস্তা শ্রমিক" বানায়ে বিদেশী বিনিয়োগ আনলে, "সস্তা শ্রমিকের" বউ, ছেলেমেয়ে কি খাবে, কোথায় থাকবে?
বসুন্ধরা, সালমান রহমান, কর্ণেল ফারুক, আলম ব্রাদার্স, ওরিয়ন, ঢাকা সিরামিক জাতির সমস্ত সুযোগ নিয়ে বিশাল সম্পদের উপর বসে আছে; এদের এত দিয়ে দিলে সাধারণ মানুষের জন্য কি রলো?
সাধারণ মানুষ যাতে দেশের সম্পদকে বাড়াতে পারে, তাদের সেই সুযোগ দিতে হবে; সাধারণ মানুষকে অর্থনীতিতে সমান সুযোগ দিয়ে ঐক্যবদ্ধ করা সম্ভব, নতুন জেনারেশনকে এই পথ নিয়ে ভাবতে হবে; শুধু অর্থনীতিই এখন মানুষকে এক করতে পারবে, এছাড়া এখন অন্য ইস্যু নেই সামনে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬