মমতা ব্যানার্জির অনেক গুণ; এই মহুর্তে উনি পশ্চিম বংগের চীফ মিনিস্টার; কমপক্ষে ৬/৭টি মিনিস্ট্রি উনার অধীনে; তিনি তৃণমুল কংগ্রেসের প্রতিষ্ঠাতা; এর আগে অনেক মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন; চুরির অপবাদ নেই; কঠিন জীবন যাপন করেন; নিয়মিত ব্যায়াম করেন, সাধারণ কাপড় পরেন, সুন্দর বক্তৃতা দেন, ভালো খান; পাক-ভারতের রাজনীতিতে আদর্শ মানুষ।
ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে, উনার চোখে মুখে অকারণ কাঠিন্যতা ও হতাশা লেগে আছে, এটা স্বাভাবিক নয়; এই ধরণের মানুষ খুবই নিয়ম কানুন মেনে চলেন, সবকিছুই আদর্শের মাঝে রাখেন; কিন্তু কোথায়ও ভুল করলে সেটাকে টের পান না; কারণ, সারাক্ষণ মনে ধারণা, কোথায়ও ভুল নেই, ভুল হতে পারে না।
উনার আগে ভারত ছিল, বংগ ছিল, বাংগালী ছিল, নদী ছিল, মাছ ছিল; এখনো নদী আছে, পানি আছে, হয়তো মাছ নেই, বাংগালী আছে; উনার পরেও সবকিছু থাকবে, সবকিছু চলবে। সীমান্তের উত্তর পাশের বাংগালীদের যদি পানি দরকার হয়, দক্ষিণ পাশের বাংগালীদেরও পানির দরকার; অনেক রাজনীতি করে, অনেক রীতিনীতি মেনে, অনেক আদর্শ জীবন যাপন করে এই ছোট্ট লজিকটি বুঝতে পারেননি! অস্বাভাবিকেরা অন্যের জীবনকে অস্বাভাবিক করে দিতে পারে, যদি এরা ক্ষমতা পায়। এ ধরণের অস্বাভাবিকরা জীবনে উঁচু যায়গায় চলে যায়, কারণ এরা কিছু চায় না, কিছু হারালেও টের পায় না; যেদিকে ছুটে ছুটতেই থাকে!
উনি হয়তো এখনো টের পাননি যে, উনি মিথ্যা কথা বলেছেন, "তিস্তায় পানি নেই"; উনি গজলডোবায় বাঁধ দিয়ে পানিকে গংগায় নিয়ে গেছেন; সবাই জানে, মোদী বাবুও জানে। সবাই জানার পরও কিভাবে এত বড় দায়িত্বশীল, এই আদর্শবাদী মহিলা মিথ্যা বললেন? এটাই অস্বাভাবিকতা, তবে এটাই এখন উনার জীবন।
উনি নাকি কবিতা লিখেন! সামুতে হয়তো কোন এক অস্বাভাবিক নিক নিয়ে আছেন; আমি দেখবো, ৯ বছরে কেহ ৯০০ কবিতায় সর্বোমোট ৯টি বা তার কম কমেন্ট পেয়েছেন কিনা!
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭