হোয়াইট হাউজে প্রবেশের পর, ট্রাম্প গতকাল ১ম বারের মতো কংগ্রেসের সামনে বক্তব্য রেখেছে; এই সময়, সে ১ম বারের মতো 'বক্তৃতা লেখকদের' লেখা বক্তব্য দেখে বক্তৃতা করেছে, ভালো হলো; না হয়, সে নিজের নির্বাচনী বক্তৃতা চালিয়ে দিতো; সে এখনো সব যায়গায় নির্বাচনী বক্তৃতার সুরে কথা বলে; শেষে উহা ইনু বা বেগম মতিয়া চৌধুরীর মতো হয়ে যেতো, শুরু কোথায় সমস্যা নেই, শেষ হবে বেগম জিয়ার ১৪ গোস্ঠী উদ্ধার করে।
আজ সকালে, কংগ্রেসের বড় বড় নেতাদের সাথে কফি খেয়েছে, গতকালের বক্তব্যের উপর আলোচনা করেছেন; সেখানে একটা উল্লেখযোগ্য কথা বলেছেন, "বিশ্বে এখন দরিদ্র দেশ নেই, কাউকে অকারণে অর্থ সাহায্য দেয়ার দরকার নেই।"
তিনি বলেন," আজকের বিশ্বে সব জাতির কাছে পর্যাপ্ত সম্পদ আছে, এবং প্রত্যেকে সেই সম্পদ দিয়ে ভালোভাবে থাকতে পারার কথা। আমেরিকা এমন সব জাতিকে সাহায্য করছে, যাদের সরকারের লোকজন গড়ে আমেরিকান বড় বড় ব্যবসায়ী থেকে অনেক বেশী ধনী; আমেরিকা এমন কি তেল সমৃদ্ধ দেশকেও সাহায্য করে চলছে; আমেরিকায় অনেক দেশের তুলনায় দরিদ্র বেশী।"
আপনারা যারা মাঝে মধ্যে আমার পোস্ট পড়েন, সেখানে হয়তো খেয়াল করেছেন যে, আমি বহুবার বলার চেস্টা করেছি যে, বর্তমান বিশ্বে প্রতিটি জাতির কাছে যথেস্ট সম্পদ আছে; এই সম্পদগুলোকে সঠিকভাবে ম্যানেজ করলে, প্রতিটি জাতির, প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এসব দেশের সরকারের লোকেরা সম্পদ দখল করে রেখেছে।
বেটা ট্রাম্প কিভাবে কি করছে কে জানে? আমাদের ব্লগে কয়েকজন ব্লগার আছে, ওদের লেখায় খালি উন্নয়নের কথা: কোনখানে ৫ লাখ তরুণ কম্প্যুটার এ্যপস ডেপেলপার হয়ে জন্মছে, কোথায় দেশী ছাগল ৬/৭টা বাচ্ছা দিছে, খাঁটি বাংলা গাভী ৫০ লিটর দুধ দেয়, ইত্যাদি ইত্যাদি; আমি ব্লগে ছিদ্র খুঁজে বেড়াই দুধের জন্য বালতি বসাতে। এদের মাঝে হয়তো ট্রাম্পের লোকজন আছে, মনে হয়।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৪:০২