আও্য়ামী লীগের সেক্রেটারী সাহেব হঠাৎ করে মহাগুণী ব্যক্তিতে পরিণত হয়েছেন, মনে হচ্ছে; এ সপ্তাহে ২য় বার তিনি একটি বাক্য উচ্চারণ করলেন, "বাংগালী যেমনি বীরের জাতি, তেমনি বেইমানের জাতি"; মনে হয়, বাক্যটি উনার আবিস্কার, এবং উনার খুব পছন্দ হয়েছে; তবে, দেশের ক্ষমতাসীন দলের সেক্রেটারী ও সরকারের মন্ত্রী হয়ে, জাতিকে এসব বলা ঠিক হচ্ছে না। দেশের মন্ত্রী হিসেবে তিনি ১৭ কোটী লোকের প্রতিনিধি ও নির্বাহক; জাতিতে ভালো মন্দ সবই আছে, তাই বলে বেইমান ফেইমানের মত ভয়ানক শব্দ ব্যবহার করা কোনভাবেই উচিত নয়; এগুলো অদক্ষতার পরিচয়।
আজকে মনে হয় মুক্তিযোদ্ধাদের এক সভায় তিনি বাক্যটি ২য় বারের মতো উচ্চারণ করলেন; মুক্তিযো্দ্ধারা জাতিকে বীরের জাতিতে পরিণত করেছেন। তিনি সপ্তাহের শুরুর দিকে নিজের দলের লোকদের সামনে এই বাক্যটি বলেছেন; প্রসংগ ছিল ১৯৭৫ সালের ঘটনা। ১৯৭৫ সালের ঘটনাকে আওয়ামী লীগ কখনো সঠিকভাবে বুঝতে পারেনি, শেখ সাহেব সিআইএর টার্গেটে পরিণত হয়েছিলেন সোস্যালিজম চালু করতে গিয়ে; সিআইএ বিভিন্ন পন্হায় তাদের প্ল্যানকে কার্যকরী করে থাকে।
সরকারের একটা বড় কাজ হলো জাতিকে ঐক্যবদ্ধ রাখা, বিভক্ত করা নয়।
রাজনীতি করলে, বড় বড় পোস্টে থাকলে, সরকারে থাকলে জাতিকে সন্মান করতে হয়; কারণ, পুরো কাজটি হলো জাতির সেবা করা; যারা জাতির মাথার উপর মাহুতের মত বসে লাঠি দিয়ে পিটায়ে কাজ চালায়, তারা নিজকে শাসক শ্রেণীর সদস্য হিসেবে নিজকে গণ্য করে; তখন জাতির কোন মান সন্মান থাকে না এদের কাছে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪