যাঁরা ১৯৮১ সালে জেনারেল জিয়ার মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন, সঠিভাবে এনালাইসিস করতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন; যাঁরা ১৯৮২ সালে, প্রেসিডেন্ট সাত্তারের সরকারকে জেনারেল এরশাদ কর্ত্তৃক প্রথমে ছোট ছোট দোষ দিয়ে ক্রমেই গ্রাস করে বাংলাদেশের ক্ষমতাকে পুনরায় মিলটারীর দখলে নিতে দেখেছেন, তাঁদের কাছে জেনারেল এরশাদ একজন কমপ্লেক্স চরিত্র। অন্যদিক থেকে তিনি মিলিটারীর ফিনিক্স পাখী, জেনারেল জিয়ার মৃত্যুর পর, সব গ্লানি, সব পুরাতনকে মুছে ফেলে মিলিটারীর নব জন্ম।
মুক্তিযুদ্ধের সময়, জেনারেল জিয়া ছিলেন 'যেড-ফোর্সের' কমান্ডার, ১ নম্বর সেক্টরের কমান্ডার, পরে ১১ নম্বর সেক্টরের কমাডার; সেই মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট কেন পশ্চিম পাকিস্তানে বন্দী এক অফিসারকে সেনা-প্রধান করেছিলেন? এখানে তিন দিক থেকে বড় বুদ্ধি কাজ করছিলো, জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা অফিসারদের জানতেন, তিনি জানতেন যে, মুক্তিযোদ্ধা অফিসারেরা ১৯৭৫ সালের হত্যাকান্ড পছন্দ করেনি; ফলে, তাদের হাতে মিলিটারী গেলে বিপদ; তিনি সাথে সাথে একজন বোকা ধরণের অফিসারকে খুঁজছিলেন। এদিকে দুর্দান্ত চালাক এরশাদ সাহেব আপেল কোম্পানীর প্রতিস্ঠাতা স্টিভ জবের নিয়মে জীবন পরিচালনা করতেন, "একটু বোকা থেকো, নিজকে জাহির করো না", এই বোকামীটা কাজে লেগেছে; তৃতীয় বড় বুদ্ধি ছিল সিআইএর'র আশীর্বাদ ছিল জেলারেল এরশাদের উপরে।
জেনারেল জিয়াকে সরানোর চেস্টা করেছেন মুক্তিযোদ্ধা সৈনিকেরা অনেকবার; বারবার পরাজিত হয়েছেন, প্রাণ দিয়েছেন অনেকেই; কোন বারেই জেনারেল এরশাদ বাধা দেননি, নিরপেক্ষ থেকেছেন, সেটাই সাহায্য; সর্বশেষে যখন মুক্তিযোদ্ধা সৈনিকেরা সফল হন, জেনারেল এরশাদ ততকালীন প্রেসিডেন্টকে ব্যবহার করে তাদেরকেও ঝুলায়ে দেন; উনার পথ পুরোপুরি পরিস্কার হলো।
তারপরের ইতিহাস, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট; সর্বশেষ অধ্যায় আরো ভালো, সময় মতো সরে গিয়ে ভবিষ্যতের বীজ বুনেছিলেন; আজও আছেন। রাস্ট্র-প্রধান থাকাকালীন ভাঁড়ামী করেছেন, মানুষ প্রেসিডেন্টের ভাঁড়ামীকেও পুরস্কৃত করেছেন; আজও করে যাচ্ছেন, মানুষ আজও বিমোহিত। উনার দল সরকারে, উনি সরকারের বিশেষ দুত না কি এক পোস্টে আছেন; সরকার সম্পুর্ণভাবে একটা অপ্রয়োজনীয় পোস্ট সৃস্টি করে, একজন স্বৈরাচারকে বড় অংকের বেতন দিয়ে যাচ্ছে। আবার উনার দল বিরোদী দল। যেহেতু উনার দল সরকারে আছেন, সকালবেলা সরকারের পক্ষে কথা বলেন; উনার দল বিরোধীদলে আছেন, তাই বিকেল বেলা সরকারের বিপক্ষে বলেন। গত কয়েকদিন সকালবেলা বলেছেন যে, সরকার শক্ত, সরকার যেকোন পরিস্হিতি মোকাবেলা করতে প্রস্তুত; আবার বিকেলগুলোতে বলে চলেছেন যে, সরকার একা সন্ত্রাস নির্মুল করতে পারবে না, সর্বদলীয় ঐক্য দরকার।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭