দেশের বর্তমান সন্ত্রাস বন্ধে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে; বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ও রিজভী সাহেব মৌখিক ও লিখিতভাবে মিডিয়াকে ও নিজেদের সভায় এই অভিপ্রায় জানায়েছেন। যদিও সন্ত্রাস শুরু হয়েছে ১৯৭২ সালেই, গত ৪ বছরের সন্ত্রাস জাতিকে ভীত সন্তস্ত্র করে তুলেছে, দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের উপর বিরাট প্রভাব ফেলেছে; এখন মানুষ তাদের কোন মৌলিক অধিকারের কথা সরকারকে বলছেন না, মানুষ চাচ্ছে সন্ত্রাস থেকে মুক্তি, ছেড়ে দে মা
সরকার কি তার প্রশাসন ও রাজনৈতিক কো্যালিশনকে নিয়ে এই সন্ত্রাসের অবসান ঘটাতে পারবে? নাকি বিপক্ষ বিএনপি কোয়ালিশনের সাথে ঐক্য করে এই সমস্যাকে সমাধান করতে পারবে?
বর্তমান সরকার ও দেশের জনতা যেভাবে পরস্পরের সাথে যুক্ত, এটাতে আসল কোন শক্ত শাসনতান্ত্রিক বা পরস্পর নির্ভরতার কোন লজিক্যাল বাঁধন নেই; এটা ১৯৭২ সালের মতো কোন বৈপ্লবিক সরকার বা পপুলার ভোটে নির্বাচিত সরকার নন; জনসাধারণের জন্য সরকারের দায়বদ্ধতা, বা সরকারের প্রতি মানুষের সমর্থন ও নির্ভরশীলতা একেবারেই সীমিত। ফলে, জনসাধারণের উৎকন্ঠা নিয়ে সরকার বিরাটভাবে বিচলিত নয়, যতক্ষণ না সরকার নিজেই সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছেন। সরকারের চালচলনে মনে হচ্ছে, সরকার খুব একটা ভীত নন।
গুলশানের ঘটনার পর, আওয়ামী লীগের সুরন্জিত বলেছেন যে, এটার পেছনে জামাত; মন্ত্রী ইনু সাহেব বলেছেন যে, সরকারকে উৎখাত করার চেস্টা; নাসিম সাহেব সরাসরি বেগম খালেদা জিয়াকে এগুলোর পেছনে ইন্দন যোগানোর জন্য দায়ী করেছেন।
আওয়ামী লীগের অবস্হান থেকে বুঝা যাচ্ছে যে, সমস্যার মুলে বিএনপি-জামাত কোয়ালিশন ও তাদের ডিম্ব, শুকটীট, মুককীটরা; তা'হলে কি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিপক্ষে কাজ করার দরকার, নাকি বিএনপি'র সাথে চুক্তি স্বাক্ষর হওয়া দরকার?
১৯৭৫ সালে আওয়ামী লীগ কি ক্ষমতাচ্যুত হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে, রাজনৈতিক পদ্ধতিতে, নাকি সন্ত্রাসের মধ্য দিয়ে? মিলিটারী যদি হত্যাকান্ড চালায়, আর জেএমবি যদি হত্যাকান্ড চালায়, ২টাই সন্ত্রাস; ১৯৭৫ সালে বিপ্লব ঘটেনি; কমপক্ষে, আও্য়ামী লীগ সেটাকে বিপ্লব হিসেবে নেয়নি; কারণ, বিপ্লবে জনতার অংশ গ্রহন থাকতে হয়। ১৯৭৫ সালের ঘটনাকে মানুষ প্রতিহত করেনি, সেখানে কি মানুষের মৌন সমর্থন ছিল, নাকি ভীত হয়ে জনতা চুপ করে ছিল?
যাক, ১৯৭৫ সালের পর থেকে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে যেতে, ততকালীন সরকারগুলোর বিপক্ষে সংঘাতময় কার্যক্রমে গেছে; কিন্তু রাজনৈতিক কৌশলে যায়নি। আবার বিএনপি কোয়ালিশন ২০০৮ সালে ভোটে পরাজিত হবার পর থেকে আজ অবধি কোন নতুন রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামেনি, তারা বর্তমান সরকারের জনপ্রিয়তা ধ্বসের জন্য অপেক্ষা করছে; মাঝে নির্বাচন প্রতিহত করার ও নতুন করে নির্বাচন আদায় করার চেস্টা করে অসফল হয়েছে; তাদের অসফলতা আওয়ামী লীগ কোনভাবেই ভুলার কথা নয়। আসলে সরকার পতনের জন্য বিএনপি'র ১ দফা আন্দোলন অফিসিয়েলী এখনো চলমান।
ফলে, আওয়ামী লীগ ঐক্য, বা চুক্তি কোনটাতে যাবে বলে মনে হয় না; আওয়ামী ও বিএনপি'র ইতিহাসে সেই ধরণের কোন প্যাটার্ণ নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০