আমি স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতের সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ দিই; কিন্তু ফারাক্কার পানি ভাগ করতে গিয়ে বানরের কলা ভাগ শুরু করলে, আমি ভারতের প্রতি নাখোশ হয়ে; প্রতিবাদ স্বরূপ, আমি ভারতীয় কোন দ্রব্য কিনি না, কোন ছবি দেখি না ১৯৮০ সাল থেকে, হিন্দিতে কথা বলি না, কখনো ভারত দেখতে যাই না; ফেলসনীর ম্বত্যুর পর, আমি ভারতীয় দরিদ্রদেরও আর ভাল চোখে দেখি না।
কিন্তু প্রকৃতি আমাদের ভারতের সাথে বর্ডার দিয়েছে, প্রবাহমান নদী দিয়েছে; আমাদের সরকারগুলো আমাদিগকে তাদের বাজারে পরিণত করেছে; আমাদের মানুষেরা ভারতীয় ছবি দেখে প্রেম করে, বিয়ে করে ওদের মতো, বিয়েতে ওদের শাড়ী লেহেংগা পরে।
আমাদের সরকারগুলোর কারণে, আমরা পড়ালেখায় ভারত থেকে পেছনে, আমরা কয়েক বিলিয়ন ডলারের চোরাকারবারীতে যুক্ত; আমরা গাড়ী, মেশিনারীজ ওদের থেকে কিনি; আমরা বিনিয়োগের জন্য ওদেরকে ডেকে আনি; ইতিমধ্যে ৩ বিলয়ন লোন নিয়েছে!
আমাদের মানুষ রাংগামাটি ও সিলেট না দেখে, প্রথমে যায় কলিকাতা, আজমীর, দিল্লি, তাজ মহল; আমাদের মানুষের ঘরে ঘরে হিন্দি চ্যানেল, হিন্দি মুভি; ব্লগে প্রতি সপ্তাহে ভাররতীয় মুভির রিভিউ হচ্ছে।
কারা ভারত বিরোধী? যারা গাড়ী থেকে শুরু করে ভারী যন্ত্রপাতী কিনে, ভারতে চিকিৎসার জন্য যায়, পড়ালেখার জন্য যায়, হিন্দিতে কথা বলে, ভারতীয় মাংস খায়, ভারতীয় চ্যানেল দেখে, ভারতীয় কাপড় পরে, ভারতীয় মাদক খায়, চোরাকারবারী করে?
আমাদেরকে নিজ পায়ে দাঁড়াতে হবে; না হয়, আমরা মুখে ভারতের বিরোধীতা করবো, কিন্তু ১০০% ভারত নির্ভরশীল থাকবো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫