গতকাল সংসদে প্রাইম মিনিস্টার বলেছেন যে, সৌদী জোট মুসলমানদের মাঝে ঐক্যের সুযোগ করে দেবে; অর্থাৎ প্রাইম মিনিস্টারের সাম্প্রতিক সৌদী সফরের সময় 'সৌদী জোট' আলোচনার বিরাট অংশ ছিল; বর্তমানে বিশ্বে আরবদের যে অবস্হান, তাদের সাথে কোনভাবে জড়িত হওয়া মানে ভয়ংকর ভুলের মাঝে প্রবেশ করা।
প্রথমত: সব আরবদেশের জনগণ নিজেদের শিয়া, সুন্নী, ওয়াহাবী ও কুর্দী গ্রুপে বিভক্ত করে নিয়েছে, এবং এদের মাঝে মোটামুটি যুদ্ধ চলছে; যেখানে যুদ্ধ হচ্ছে না, সেখানে ওরা পরস্পর বিরোধী অবস্হানে আছে।
দ্বিতীয় সমস্যা, ইরান ও সৌদী ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে; এবং তৃতীয়দেশ ইয়েমেনে আসলে ওরা পরস্পরের বিপক্ষে পরোক্ষভাবে যুদ্ধ করে দেখেছে, এটা ভবিষ্যত যুদ্ধের প্রস্তুতি।
ইরান আরবের সব দেশেই শিয়াদের উস্কানী দিচ্ছে ও নিজের দলে টেনে নেয়ার চেস্টা করছে; তার প্রতি-উত্তরে সৌদী আরব সৌদী জোট গঠন করেছে। সৌদী জোটের মুল উদ্দেশ্য হলো ইরানের বিপক্ষে জনশক্তি যোগাড় ও সৌদী রাজতন্ত্রকে রক্ষার জন্য সাপোর্ট ও শক্তি সংগ্রহ করা।
এই অবশায় বাংলাদেশ কোনভাবেই সৌদী কিংবা ইরানের পক্ষে যেতে পারে না; বাংলাদেশের সমস্যা হচ্ছে, সৌদী হলো বাংলাদেশের বাহিরে বাংগালীদের জন্য সবচেয়ে বড় চাকুরীদাতা। সৌদী চাকুরী দিয়ে আসছে ১৯৭৮ সাল থেকে; গত ৩৮ বছরে বাংলাদেশ শুধু সৌদীতে চাকুরীরতদের আয় থেকেই দেশে ৪০ লাখ মানুষের চাকুরী সৃস্টি করতে পারতো; সেটা না করে, বাংলাদেশ সরকার চাকুরীর জন্য সৌদীদের উপর নির্ভরশীল হয়ে বসে আছে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ১০:১৮