একটা কথা চালু ছিল, 'পরপর ২ বার ক্ষমতায় না যেতে পারলে, বিএনপি টিকবে না'; সবার চোখের সামনে বিএনপি হারিয়ে যাচ্ছে; বিএনপি'র লোকদের অভিযোগ আওয়ামী লীগ বিএনপি'কে ধ্বংস করে দিচ্ছে। বেগম খালেদা জিয়া, মীর্জা ফখরুল, রিজভী'র কথা শুনলে মনে হয়, বিএনপি'কে টিকায়ে রাখার দায়িত্ব আওয়ামী লীগের!
বিএনপি'র যে অবস্হা আজকে, আওয়ামী লীগের সেই অবস্হা ছিল ১৯৬৮ ও ১৯৬৯ সালে; তারা সেটা থেকে বেরিয়ে এসেছে ৬ দফার রাজনীতির কারণে; বাংগালীরা সেই সময়ে ৬ দফায় বিশ্বাস করতো; জেনারেল জিয়ার ১৯ দফায় বিশ্বাস করে এ রকম ১ জন লোক বিএনপি'তেও পাওয়া যাবে না আজকে; আসলে ১৯ দফা মুখস্হ রাখতে পারবে এ রকম বাংগালী বাংলাদেশে এখন ১ জনও নেই, হয়তো; তদুপরি, ৩৭ বছর পর, কার দরকার পড়ছে ১৯ দফা ১৯ দফা করার?
বিএনপি'র রাজনীতি হলো, 'ক্ষমতায় থেকে দেশ চালানো'; এখন ক্ষমতায় আছে আওয়ামী লীগ; বিএনপি'র রাজনীতি বদ্ধ। জেনারেল জিয়ার রাজনীতি ছিল, "ক্যাপিটেলিজমের ভিত্তি স্হাপন"; পাকিস্তান থেকে বের হওয়ার পর, অনেক বাংগালী পরিবার আদমজী, দাউদ, ইস্পাহানীর মত হতে চেয়েছিল, জেনারেল জিয়া সেটার ব্যবস্হা করেছে; সেটা যখন হয়ে গেছে, বিএনপি'র প্রয়োজনীয়তা ফুরায়ে গেছে।
আওয়ামী লীগ যদি জেনারেল জিয়ার বিপক্ষে কাজ করতো, ক্যাপিটেলিজমের বিপক্ষে গিয়ে বাকশাল প্রতিস্ঠা করতো, তখন বিএনপি'র দরকার হতো, ব্যবসায়ীরা বিএনপি'র অভাব অনুভব করতো; কিন্তু আওয়ামী লীগ জেনারেল জিয়ার পথেই চলছে, আওয়ামী লীগ শেখ সাহেবের বাকশালের দিকে যায়নি; ফলে, দেখা যাচ্ছে যে, বিএনপি'র কার্যক্রমের অভাব কেহ অনুভব করছে না, আওয়ামী লীগ তা পুরণ করছে; ফলে, বিএনপি থাকার প্রয়োজনীয়তা ফুরায়ে গেছে।
দেশের সম্পদ সীমিত, অনবরত আদমজী, দাউদ, ইস্পাহানী তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ হাঁপিয়ে উঠছে, তারা নিজেদের ধ্বংস করবে সময়ের সাথে; ফলে, সীমিত সম্পদকে কাজে লাগিয়ে সবাইকে সুখী করার জন্য দরকার হবে সঠিক রাজনীতি ও অর্থনীতি, সেটার সময় হয়েছে, বিএনপি'র সময় ফুরায়ে গেছে!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৪৪