চেয়ারম্যান ভোটে বিএনপি'র উহ: আহ: শুনে মনে হচ্ছে যে, সবগুলো চেয়ারম্যান পদ বিএনপি থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল; আওয়ামী লীগ জোর করে দখল করে নিচ্ছে; সরকার চালচ্ছে আওয়ামী লীগ, আর সবগুলো চেয়ারম্যান পদ বিএনপি প্রাপ্য হয়ে যাচ্ছে কেন, আওয়ামী লীগ কি সরকারে বসে ঘাস কাটছে?
চেয়ারম্যান ভোট নিয়ে বিএনপি'র উহ: আহ: করার কথা নয়; উহ: আহ: করার কথা আম-জনতার; প্রথম কারণ হলো, বর্তমান অর্থনীতি ও সামজিক অবস্হায়, ইউনিয়ন চেয়ারম্যান পদের কোন দরকার নেই; টিএনও, উপজেলা চেয়ারম্যান ও এমপি মিলে ৩ ধাপের প্রশাসন চলছে একটা সংসদীয় এলাকায়; এরপর, নতুন মাসল-ম্যান চাপিয়ে দেয়া হচ্ছে সমাজের তৃণমুলে। একসময় লোক্যাল গর্ভরমেন্ট'এর তৃণমুল ইউনিট ছিল ইউনিয়ন কাউন্সিল; এখন এগুলো হলো মাফিয়াদের চারণভুমি।
১৯৯১ সালে খালেদা জিয়া, ১৯৯৬ সালে শেখ হাসিনা, ২০০১ সালে খালেদা জিয়া, ২০০৮ সালে শেখ হাসিনা; এটা একটা ভালো 'সাইকল' ছিল; বিএনপি ও আওয়ামী লীগ এতে খুবই মজা পাচ্ছিল; সেই অনুসারে, ২০১৪ সালে খালেদা জিয়ার প্রাপ্য পদ ছিল 'প্রধানমন্ত্রী'র; কিন্ত শেখ হাসিনা সেই সাইকল ভেংগে দিয়েছে; বিএনপি চাচ্ছে পুরানো সাইকেলে ফেরত যেতে; শেখ হাসিনা তা হতে দেবে না, মনে হচ্ছে; এবং এবারের পার্টি লেভেলে 'চেয়ারম্যান ভোট' সেটারই প্রস্তুতি।
শেখ হাসিনা যদি শারিরীক দিক থেকে ভালো থাকে, খালেদা জিয়া আর প্রাইম মিনিস্টার হতে পারবে না; উনার জন্য বিরোধীদলের নেত্রীর পথ খোলা থাকবে; উনি হয়তো সেটা বুঝেছেন ইতিমধ্যে। সেটা বুঝে গেলে, অকারণে চেয়ারম্যান পদ নিয়ে উহ: আহ: না করে, চেয়ারম্যান পোস্টের বিলোপ সাধনের জন্য রাজনীতি করতে পারতেন; কারণ, চেয়ারম্যানরা উনাকে আর ক্ষমতায় নিতে পারবে না।