খালেদা জিয়ার "থিংক ট্যাংক" শফিক রেহমানের অবস্হা দেখছেন; আরো এক "থিংক ট্যাংক" মাহমুদুর রহমানের অবস্হা দেখছেন; ড: মহিউদ্দিন আলমগীরকে ধরে আনলে অবস্হা এই রকমই হবে; মনে হয়, একই রকম অবস্হা হবে, যদি ধরে আনা হয় এইচ টি ইমামকে; নাম লিখলে, বাংলার ইতিহাস ভরে যাবে এই সব ষড়যন্ত্রকারীদের নামে; যার নাম বলবেন, সেইই দেখবেন কোন না কোন কিছুর সাথে যুক্ত। ২০০৭ সালে মিলিটারী যাকে ধরেছে, তার ইতিহাস বেরিয়ে এসেছে।
বাংগালীর ভেতরে একটা পরিস্কার নাম আছে রাজনীতিতে, 'শেরে বাংলা ফজলুল হক"; উনি ব্যতিত কেহ বোধ হয় পরিস্কার ইতিহাস রেখে যেতে পারেননি।
আপনি কি এসব তথাকথিত রাজনীতিবিদ বা ষড়যন্ত্রকারীদের অনুসারী? তা'হলে অকারণ আপনি নিজের কাঁধে তুলে নিচ্ছেন ষড়যন্ত্রের বোঝা; কিন্তু রাজনীতি না করে সমাজকে বদলানো যায় না; আপনি আবার রবিনসন ক্রুশোও হতে পারবেন ন; তাই আপনাকে মাথা খাটিয়ে, রাজনীতির দীক্ষা নিয়ে, জাতির পাশে অবস্হান নিন; নিজেদের জন্য 'শেরে বাংলার' মতো পরিস্কার রাজনীতির বলয় ও ভাবনা গড়ে তুলতে হবে।
আজকের বাংগালী রাজনীতিবিদেরা নিজেদের চেনে; তাই তারা বিদেশে নিজেদের ঘাঁটি গড়ে তুলেছে; হারিছ চৌধুরী চলে গেছে, খোকা চলে গেছে,বাকীদের সবার এক পা বিদেশে।
বাংলাকে শফিক রহমান, ড: মহিউদ্দিন আলমগীর, ফালুদের থেকে নিয়ে, ইহাকে ১৭ কোটীর বাসস্হান করতে হবে; শেরে বাংলা'কে অনুসরণ করুন।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫