নিউইয়র্ক রাজ্যের আজকের প্রাইমারী ভোট, আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল এক ঐতিহাসিক ভুমিকা রাখবেই রাখবে; আজকের ভোট আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে নতুন পথে ধাবিত করবে; আজকের ফলাফলের কারণে, আমেরিকান ইতিহাসের সবচয়ে বিচিত্রতম ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পথ সুগম হতে পারে; অথবা, আমেরিকান ইতিহাসে প্রথম আধা সোস্যালিস্ট ব্যক্তি বার্নি সেন্ডারস''এর ক্যান্ডিডেট হওয়ার পথ রচনা করতে পারে; অথবা, আমেরিকান ইতিহাসের সবচেয়ে বেকুব ও মিথ্যুক হিলারী ক্লিনটনের ক্যান্ডিডেট হওয়ার পথ পরিস্কার করতে পারে।
আজকের ভোট রিপাবলিকানদের জন্য ও ডেমোক্রেটদের জন্য সমানভাবে গুরুত্বপুর্ণ এই জন্য যে, আজকে যারা বিজয়ী হবে, বাকী রাজ্যগুলোতে তাদের জয়ের সম্ভাবনা বিশালভাবে বাড়বে। আজকে যদি হিলারী জয়ী হয়ে যায়, তাকে আর থামানো যাবে না; বার্ণি আউট; সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটবে না, কর্পোরেশনদের ইচ্ছায় আমেরিকা আগের মতোই চলার জন্য রেডী হবে। গত ৩ দিন আগেও, বার্ণি ১৩ পয়েন্ট হিলারীর পেছনে ছিল; গতরাতে সেই দুরত্ব কমে এসেছে, ২ পয়েন্ট পেছনে; সকালে ভোট শুরু হয়ে গেছে।
যদি কোন প্রকারে বার্ণি আজকে জয়ী হয়ে যায়; হিলারীর জন্য বাকী পথ হবে উঁচু নীচু; তখন ডেমোক্রেটদের 'কনটেস্টেড কনভেশনে' যেতে হবে; অর্থাৎ পার্টির লোকদের হাতে চলে যাবে ক্যান্ডিডেট নির্বাচন; এখন আছে জনতার হাতে।
আজকের নির্বাচনে, রিপাবলিকানদের জন্য আছে ৯৫ ডেলিগেইট; পুরো ৯৫ টা যদি ট্রাম্প পেয়ে যায়, সম্ভবত: ট্রাম্প ১২৩৭ ডেলিগেইটের কাছে পৌঁছবে ফাইনাল সময়ে; কিংবা, কনভেনশনের আগে ১২৩৭ ডেলিগেইট পেয়ে ক্যান্ডিডেট হবে যাবে; পুরো ৯৫ টা পেতে হলে ট্রাম্পকে প্রতিটি ডিস্ট্রিক্টে, সংগৃহিত ভোটের ৫০% এর বেশী পেটে হবে। আর যদি, ৯৫টা পুরোপুরি না পায়, সে টেড ক্রুসের থেকে বেশী ডেলেগেইট নিয়ে 'কনটেস্টেড কনভেশনে' যাবে, যেখানে পার্টির নেতারা তাকে বাদ দেয়ার জন্য সকল প্রকার চেস্টা করবে; তবে, তাকে বাদ দিলে, যেই পরিমাণ লোক ভোট থেকে বিরত থাকবে, তাতে ডেমোক্রেটরা জয়ী হয়ে যাবে।
সারা বিশ্ব চাচ্ছে আমেরিকায় একজন ভালো লোক প্রেসিডেন্ট হোক; সেই লোক হচ্ছেন, বার্নি সেন্ডারস। তিনি সবকিছু অতিক্রম করে ক্যান্ডিডেট হলেও, ২ টি বড় সমস্যা থেকে যাবে, উনি ইহুদী ও আধা সোস্যালিস্ট।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২