বাংলাদেশে স্বাধীন হওয়ার সাথে সাথে, যেই মেগা প্রজেক্টি শুরু করার দরকার ছিল, তা'হলো 'ফ্রি-এডুকেশন' ও পড়ালেখার সাথে তাল মিলিয়ে 'চাকুরী সৃস্টি'; এই প্রজেক্টটা আজ ৪৪ বছর পরেও সৃস্টি হয়নি; ৪৪ বছর পর, অবস্হা কিছু ভালো হওয়ার পরিপ্রেক্ষিতে যেখানে 'ফ্রি এডুকেশনে' যাওয়ার দরকার, সেখানে সরকার উচ্চ-শিক্ষাকে মুনাফা-লোভী প্রাইভেট সেক্টরের কাছে ছেড়ে দিয়ে জাতিকে পঙগু করার প্ল্যান করেছে।
১৯৭২ সালে, 'ফ্রি-এডুকেশ' চালু করলে, সরকারের কোন খরচই হতো না, বরং অনেক দেশ সাহায্য করতো; এতদিনে দেশ ইসরায়েলের মতো হয়ে যেতো।
দ্বিতীয় প্রজেক্ট 'পদ্মা সেতু' শুরু হয়েছে; প্রজেক্টটা হয়তো ৪ বিলিয়ন ডলারে শেষ হবে, তবে এখানে জাতির অনেক ক্যাশ আটকা পড়ছে; এখনো বিনা কয়াশে করা যায়; কিন্তু সরকারের কেহ সেইদিকে দক্ষ নয়।
তৃতীয় মেগা প্রজেক্ট হচ্ছে, জাতিকে যতটুকু সম্ভব 'গ্লোবেল ওয়ার্মিং' থেকে রক্ষা করা; এটিতে 'সময়' হচ্ছে মুল্যবান ফ্যাক্টর; এখনই যদি প্ল্যানিং করে, সরকার বিনিয়োগ শুরু করে, আগামী ২৫ বছরে মাত্র ২০/৩০ বিলিয়ন ডলার খরচ করে সব কিছু করা সম্ভন হবে; যদি বিদেশী টাকার আশায় বসে থাকে, এবং ২০৩০ সালের দিকে কাজ শুরু করে, তখন ৭০/৮০ বিলিয়নেও এই মেগা প্রজেক্ট শেষ করতে পারবে না, এবং জাতি ভেংগে চুরে অনেকটা হারিয়ে যাবে।
পদ্মা চলছে, বাকী ২টি প্রজেক্ট শুরু করার দরকার; প্রতি প্রজেক্ট, বছরে মাত্র ১ বিলিয়ন করে খরচ করলে, লাখ লাখ মানুষের চাকুরী সৃস্টি হবে; ১৫/১৬ বছরে, যে পরিমাণ টাকা খরচ হবে, তার ৫ গুণ টাকা লাভ হয়ে ফিরে আসবে, ও একই সময়ে জাতিে বিশ্বে সন্মানের সাথে নিজের পায়ে দাঁড়াবে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭