ইন্টারনেট বর্তমানে আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। একইসাথে লেজ হিসেবে এসেছে সেন্সরশীপ। সোজা কথায় ওয়েবসাইট বা রিসোর্স ব্লকিং। আমার আজকের লেখা এই ব্লক শনাক্তকরণ নিয়েই। খুব সহজেই জানুন কোনো সাইট ব্লক কিনা।
তাহলে সময়ক্ষেপণ না করে আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী নিচের অ্যাপটা নামিয়ে নিনঃ
লিংকঃ https://ooni.org/install/
এখানে আমি OONI Probe এর এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করছি। অ্যাপটা চালু করার আগে কোনো VPN বা Proxy থাকলে বন্ধ করতে ভুলবেন না
ইনস্টলেশন হয়ে গেলে নিচের মতো আসবেঃ
Got it এ ক্লিক করুন। তারপর এমন দেখাবেঃ
I Understand এ ক্লিক করুন।
এরপর দুটো Pop-up Quiz আসবে। নিচের দুটো স্ক্রিনশটের মতোঃ
দুটোর উত্তরই True দিন। এরপর স্ক্রিনেঃ
Let's Go তে ক্লিক করুন।
নিচের মতো আসবেঃ
Websites লেখা কার্ডে অর্থাৎ বেগুনি কার্ডে ক্লিক করুনঃ
Choose websites এ ক্লিক করুনঃ
URL বক্সে কাঙ্ক্ষিত লিংক লিখুন। অনেকগুলো লিংক একসাথেও টেস্ট করতে পারবেন। তারপর RUN এ ক্লিক করুন।
Note: http এবং https দুটো দিয়েই ট্রাই করবেন।
নিচের মতো বেগুনি সাদা পৃথিবী লোডিং হবে।
এরপর Test Results দেখতে পাবেন। কোনো সাইট ব্লক হলে [সংখ্যা] blocked দেখাবে।
সামহোয়্যারইন ব্লগের টেস্ট রেজাল্টঃ
সামুরটা কিন্তু নিজে হাতে ব্লক করে দেখিয়েছি
আরও ফাংশনালিটি আছে। সেগুলো নিজে নিজে টেস্ট করুন।
এই অ্যাপ কি সত্যি কাজ করে?
হ্যাঁ।
Exceptions:
আপনার হোম রাউটারে ব্লক থাকলেও ব্লক দেখাতে পারে। একইসাথে অফিসের ফায়ার ওয়াল বা ব্লকিং সফটওয়্যারের কারনেও ব্লকড দেখাতে পারে। আর কোনো অ্যাপই ১০০% একুরেট নয়। ফলে অনেক সময় যেসব সাইট একসেস করা যাচ্ছে সেটাও কিংবা যেটা একসেস করা যাচ্ছে না সেটাও ব্লকড বা আনব্লকড দেখাতে পারে।
ব্যবহৃত অ্যাপের সোর্সকোডঃ
https://github.com/ooni
বাংলাদেশের ব্লকড সাইটের লিস্টটা ২ বছরের পুরোনো। এটাকে Github এর মাধ্যমে আপডেট করার অনুরোধ রইলো। যে কেউ এখানে Contribute করতে পারবেন। বিশেষতঃ সামহোয়্যারইন ব্লগের লিংকটা যুক্ত করতে ভুলবেন না।
কৃতজ্ঞতাঃ
১। ব্লগার কাল্পনিক_ভালোবাসা
আমাকে ব্লকড সাইটের একটা লিস্ট সরবরাহ করার জন্য।
২। Open Observatory of Network Interference (OONI)
চমৎকার এই সিস্টেমের জন্য।
https://ooni.org/about/#contact
ইমেইলঃ [email protected]
৩। University of Michigan
৪। Red Hat, Inc.
https://www.redhat.com/en
৫। কতিপয় VPN
৬। Markus Winkler
পোস্টের প্রথম ছবিটির জন্য
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০৩