জাগছিস? জেগে থাক! লাভ নেই যদিও!
মরে গেছে অকাতরে চেনা কতো নদীও!
মরে গেছে ঝর্ণাও, মরে গেছে বনটা;
ভাবছিস মন নিয়ে? বেঁচে আছে মনটা?
আরে না-না! কালরাত আছে বেশ স্মরণে-
দেহ মন পুড়ে ছাই রূঢ় সহমরনে-
চিতানল দাউ-দাউ! কী ভীষণ অগ্নি!
কাছাকাছি দেখিনি তো কোন ভ্রাতা-ভগ্নি!
নাকি চোখ বোজা ছিলো নিদারুণ গ্রীষ্মে!
নিশ্চল ছিলো বুঝি অন্তিম দৃশ্যে?
লিখছিস? বেশ বেশ! হাসি পায় যদিও!
মরে যাবে বেঁচে থাকা বাদবাকি নদীও!
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ৮:৫২