কাহিনি লম্বর এক :
------------------
পিচ্চিকালে ইস্কুলে যাওন লইয়া বেবাক পোলাপাইনের মজার মজার হিস্টোরি আছে।আইজকা আমার টা কই।হুনেন থুক্কু পড়েন।

প্রথমদিন আম্মা যখন আমারে পাঠশালা নামক খোয়াড় এ ডিপোজিট কিরা বাড়িতে গেলো ঐদিনের প্রথম ক্লাসে ম্যাডাম আইতেই আমি কই
আন্টি খিদা লাগছে ভাত খামু

: আমি আন্টি না আমাকে ম্যাডাম ডাকবে (ম্যাডাম আবার ইয়ং আর ছুইট আছিলো)

আর বাবা বাসায় খেয়ে আসো নাই?
না ম্যাডাম ( আসলে এক ঘন্টা আগেই খাইছিলাম)

; বিস্কুট দেই ?
না, ডিম দিয়া ভাত খামু

ভাত তো নাই বাবা।
না ডিম ভাজি দিয়া ভাত ই খামু

ভ্যা...ভ্যা..আমার কান্দন দেহে কেডা...।
ম্যাডাম কয় আইচ্ছা বাবা তুমি বাসা্য় চলে যাও ( বাসা কাছে ছিলো)
ঘরে আইতেই আম্মা ক্য় কিরে এতো তারাতারি ছুটি দিয়া দিলো যে.?
আমি কই খিদা লাগছে তাই আইয়া পরছি

পরের দিন ইস্কুল এ গিয়া ২ পিরিয়ড কইরা আরেক স্যার রে কই স্যার আমার আম্মার অসুখ আম্মার লাইগ্যা খারাপ লাগতেসে বাসা্য় যামু (আসলে আম্মা ঐদিন বাসায় ছিলো না।) স্যার ও দিলো ছুটি।নাচতে নাচতে বাসা্য় যাইতেই এইবার আব্বার হাতে কট।

আব্বা ; কিরে তুই বাসায় কেন?
আমি কই পাসের বাসা্র পলির লগে আজকে আমার বিয়া বিয়া খেলা আছে।


কাহিনি শুইনা আব্বা একটা লাডি লইয়া এমন ডলা দিলো আমি নগদে ব্যাগ কান্দে লইয়া উসাইন বোল্টের মত এমন দৈাড় দিলাম যে ৩ মিনিট এর পথ ৩০ সেকেন্ড এ গেলাম গা।এর পরে জিবনে আর ষ্কুল পালাই নাই।

বেরাদার এন্ড সিস্টার ভালো লাগলে জানাইয়েন পিলিজ। শুভরাত্রি।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৩