তাকে দেখলেই হাত পা আমার অবশ হয়ে আসে,
তাকে দেখলে কথাগুলো সব এলোমেলো হয়ে যায়,
তাকে দেখা মাত্রই শূন্য পৃথিবীটা পরিপূর্ণ মনে হয়।
তাকে দেখলে এক দু ঘণ্টা ঠিক থাকেনা মন,
তাকে দেখার জন্য আমি ছুটে যাই গ্রাউন্ড ফ্লোর,
তাকে দেখলে কবিতা প্রতিবন্ধী মন বিদ্রোহী হয়ে যায়,
তাকে দেখলে কবি কবি মন ভাবুক হয়ে যায়।
তাকে দেখলে বুকের ভেতর ধুপ ধুপ করে,
তাকে দেখলে রক্ত প্রবাহ কেমন করে যেন বাড়ে,
তাকে দেখলে মৃতপ্রায় মন সতেজ হয়ে ওঠে,
তাকে দেখলে খুব করে তাকে ভালবাসতে ইচ্ছে করে।
তাকে দেখলে মনটা আমার অথৈ নদীতে ভাসে...
তাকে দেখে দুচোখ দুচোখে কত শত কথা হয়,
অথৈ সাগরের ঐ চোখে চেয়ে যেন আমার মরন হয়...
সর্বস্বত্ব: আমি

এছাড়াও প্রকাশিত হয়েছে: bns
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯